প্রাইভেট মাস্টার্সে কারা ভর্তি হবেন-
১। যারা বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী না। (রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান এগুলো বিজ্ঞান নয়)
২। যারা সাংসারিক দায়িত্বের কারণে নিয়মিত ক্লাস অংশ তোনিতে পারবেন না।
৩। যারা চাকুরীজীবি
৪। যারা টার্ম পেপারের ঝামেলা এড়াতে চান।
৫। যারা মাস্টার্স রেগুলারে চান্স পাবেন এটুকু আত্মবিশ্বাস নেই, সিজিপিএ কম, মেধাতালিকা ও রিলিজ স্লিপের দীর্ঘ প্রসেস এড়াতে চান
৬। আবেদন করেই ফরম, ফি আর কাগজ জমা দিয়ে সরাসরি ভর্তি হতে চান।
৭। যারা চাকরির পড়াশোনা পূর্ণ মনোযোগ দেয়ার জন্য রেগুলার মাস্টার্স এড়িয়ে যেতে চান।
৮। যাদের মাস্টার্স কলেজ বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় খরচ ও নিরাপত্তার বিষয় জড়িত।
৯৷ যারা চান্স পাবেন না।
১০৷ যারা শখে, খুশীতে, ঠেলায়, ঘোরতে মাস্টার্স করতে চান।
প্রাইভেট মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি হয়নি।
যারা আগ্রহী অপেক্ষা করেন।