প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি প্রদান

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক প্রদত্ত বর্তমানে একটা ভর্তি সহয়তার আবেদন চলের কিন্তু এটি ডিগ্রিতে যে রেগুলার উপবৃত্তি দেওয়া হয় সেটি না, রেগুলার উপবৃত্তির আবেদন আর ২ মাস পরে বা আগামী ২ মাসের ভিতরে শুরু হতে পারে,

👉আবেদন ফি ১০০ টাকা,

👉 টাকা পাওয়ার নিশ্চয়তা কতটুকও?

উত্তরঃ কোন নিশ্চয়তা নাই ১০০ টাকার মায়া ছেড়ে আবেদন করতে চাইলে করতে পারেন,

👉 কাদের আবেদন গ্রহণ যোগ্যতা পাবে ?

উত্তরঃ মেধাবী, গরীব শিক্ষার্থীদের আবেদন গ্রহণ যোগ্যতা পাবে,

👉কারা কারা আবেদন করতে পারবে?

উত্তরঃ বর্তমান ডিগ্রি (২০২০-২১) প্রথম বর্ষ এবং (২০১৯-২০) দ্বিতীয় বর্ষ এবং অনার্স (২০২১-২২) প্রথম বর্ষ,

👉আবেদন করতে কি কি লাগবে?

উত্তরঃ নিম্নে আপলোড কৃত ছবির মধ্যে দেওয়া আছে কি কি লাগবে,

👉 আবেদনের শেষ তারিখ কোনদিন?

উত্তরঃ ২৯ সেপ্টেম্বর ২০২২

👉 আচ্ছা সব বুঝলাম সারা বাংলাদেশ থেকে কি পরিমাণ শিক্ষার্থীদের টাকা দেওয়া হয়?

উত্তরঃ সারা বাংলাদেশ থেকে ১০০-১৫০ জন গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের টাকা দেওয়া হয়ে থাকে শিক্ষার্থীদের টাকা দেওয়া হয়ে থাকে,

👉 সর্বশেষ প্রশ্ন ভাগ্যভালো থাকলে টাকা পাইমু সেটা বুঝলাম কিন্তু কত টাকা পাইমু?

উত্তরঃ ১০,০০০ (দশ) হাজার টাকা করে মনোনীত সকল শিক্ষার্থী পবে,

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

এ সপ্তাহের চাকরির পরীক্ষার নিউজ

এ সপ্তাহের চাকরির পরীক্ষার নিউজঃ বিসিএস পরীক্ষা ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর। ৪৫তম …

Leave a Reply

Apply Online Here