প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক প্রদত্ত বর্তমানে একটা ভর্তি সহয়তার আবেদন চলের কিন্তু এটি ডিগ্রিতে যে রেগুলার উপবৃত্তি দেওয়া হয় সেটি না, রেগুলার উপবৃত্তির আবেদন আর ২ মাস পরে বা আগামী ২ মাসের ভিতরে শুরু হতে পারে,
👉আবেদন ফি ১০০ টাকা,
👉 টাকা পাওয়ার নিশ্চয়তা কতটুকও?
উত্তরঃ কোন নিশ্চয়তা নাই ১০০ টাকার মায়া ছেড়ে আবেদন করতে চাইলে করতে পারেন,
👉 কাদের আবেদন গ্রহণ যোগ্যতা পাবে ?
উত্তরঃ মেধাবী, গরীব শিক্ষার্থীদের আবেদন গ্রহণ যোগ্যতা পাবে,
👉কারা কারা আবেদন করতে পারবে?
উত্তরঃ বর্তমান ডিগ্রি (২০২০-২১) প্রথম বর্ষ এবং (২০১৯-২০) দ্বিতীয় বর্ষ এবং অনার্স (২০২১-২২) প্রথম বর্ষ,
👉আবেদন করতে কি কি লাগবে?
উত্তরঃ নিম্নে আপলোড কৃত ছবির মধ্যে দেওয়া আছে কি কি লাগবে,
👉 আবেদনের শেষ তারিখ কোনদিন?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর ২০২২
👉 আচ্ছা সব বুঝলাম সারা বাংলাদেশ থেকে কি পরিমাণ শিক্ষার্থীদের টাকা দেওয়া হয়?
উত্তরঃ সারা বাংলাদেশ থেকে ১০০-১৫০ জন গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের টাকা দেওয়া হয়ে থাকে শিক্ষার্থীদের টাকা দেওয়া হয়ে থাকে,
👉 সর্বশেষ প্রশ্ন ভাগ্যভালো থাকলে টাকা পাইমু সেটা বুঝলাম কিন্তু কত টাকা পাইমু?
উত্তরঃ ১০,০০০ (দশ) হাজার টাকা করে মনোনীত সকল শিক্ষার্থী পবে,