মার্স্টাস ভর্তি আবেদনের বিস্তারিত আলোচনা

মাস্টার্স শেষ পর্ব ২০২০-২১ শিক্ষাবর্ষ অনার্স ২০১৬-১৭ সেশনে আবেদনের পর
আবেদন ফরম কোথায়/কখন জমা দিবো?
ফরমের সাথে কি কি কাগজ দিবো? টাকা কোথায় দিবো? আবেদন ফরম জমা দেয়ার সময় কি অনলাইন কপি জমা দিলে হবে?
প্রতিটা সরকারি / বেসরকারি কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজ আছে। ওয়েবসাইটে ভর্তির ফরম জমা সংক্রান্ত সকল তথ্য দেয়া আছে। অনেক কলেজ রকেট/নগদ/বিকাশ এর মাধ্যমে টাকা নেয় আবার অনেক কলেজে সরাসরি জমা নেয়। টাকা জমা দেয়ার পর কাগজপত্র কলেজে দিয়ে আসতে হবে কি না সেটাও নোটিশে লেখা থাকে। আপনি যে কলেজে আবেদন করেছেন সে কলেজের ওয়েবসাইটে নোটিশ পাবেন।
আর আবেদন ফরমের সাথে নম্বরপত্র মূল/অনলাইন কপি + অঙ্গীকারনামা+রেজি:কার্ডের কপি ইত্যাদি জমা দিতে হয়।
আপনার আবেদন ফরম ১৯ তারিখের মধ্যে কলেজে জমা দিলেই হবে।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

nu

অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা ২০২২

অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ২ অক্টোবর …

Leave a Reply

Apply Online Here