যারা মাস্টার্সে আবেদন করতে চাও তারা চাইলে নিচের তালিকা রয়েছে তা দেখে বুঝে আবেদন করো। সরকারি কলেজে ৮ কি ৯ হাজারে হয়ে যাবে আর বেসরকারি কলেজে ১৫ থেকে ২০ হাজার খরচ হবে।
➡️ ঢাকা বিভাগের সরকারি কলেজসমূহঃ
⭕ বঙ্গবন্ধু সরকারি কলেজ,ঢাকা (মাস্টার্স কোর্স এখনো হয়নি)
⭕ ধামরাই সরকারি কলেজ,ঢাকা
⭕ সাভার কলেজ,ঢাকা
⭕ সরকারি টঙ্গী কলেজ,গাজীপুর
⭕ ভাওয়াল বদরে আলম কলেজ,গাজীপুর
⭕ বঙ্গবন্ধু কলেজ,চন্দ্রা,গাজীপুর
➡️ ঢাকার ভিতর বেসরকারি কলেজসমূহঃ
⭕ ঢাকা কমার্স কলেজ,ঢাকা
⭕ তেজগাঁও কলেজ,ঢাকা
⭕ নিউ মডেল কলেজ,ঢাকা
⭕ ঢাকা সিটি কলেজ,ঢাকা
⭕ সিদ্ধেশ্বরী কলেজ,ঢাকা
⭕ হাবিবুল্লাহ বাহার কলেজ,কলেজ
⭕ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ,ঢাকা
⭕ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ,ঢাকা
⭕ আলহায মকবুল হোসেন কলেজ,ঢাকা
⭕ বোরহান উদ্দিন কলেজ,ঢাকা