মাস্টার্স ভর্তি পূরন ২০২২

মাস্টার্সে আবেদনের সময়

রোল, রেজিঃ ও পাশের সাল দেওয়ার পর পরবর্তী পেজে নিজ নাম,পিতা ও মাতার নাম, জন্মতারিখ এবং জেন্ডার অপশন প্রদর্শিত হয়।

সেখানে জন্মসাল ভুল থাকে এবং তার “click to change” অপশনে ক্লিক করে সঠিকটা বসাতে হয়। এর পাশাপাশি Female / Male টাও এলোমেলো থাকে যা ক্লিক করে সঠিক করে নিতে হয়।

যদি কারো পিতা-মাতার নাম ভুল থাকে তাহলে “click to change” অপশনে ক্লিক করে সংশোধন করে নিবেন।

আনাড়ি কাউরে দিয়ে কাজ করাবেন না। নিজে করতে চাইলে বিষয় গুলো লক্ষ রাখবেন। দোকানদার করলে এগুলো রিভিশন দিবেন। নিজে ফোন থেকে করলে ক্রম বাউজার ডেস্কটপ মুড করে নিবেন।

ছবি আপলোডের পর অঙ্গিকার নামা পিডিএফ করে আপলোড করতে হবে এবং তার সাইজ ঠিক না থাকলে আপলোড হবে না।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

ডিমের খোসাতেই ঘর ছাড়বে টিকটিকি

ডিমের খোসাতেই ঘর ছাড়বে টিকটিকি     ঘরের ভিতরে ঘুরছে টিকটিকি। কোনো চেষ্টাতেই ঘড় ছাড়া …

Leave a Reply

Apply Online Here