অনলাইনে মুক্তপাঠ প্রশিক্ষণ ২০২২

আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখের মধ্যে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষককে অনলাইনে মুক্তপাঠ এর মাধ্যমে প্রশিক্ষণটি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে । প্রশিক্ষণটি সম্পন্ন করার পর অংশগ্রহণকারী শিক্ষক একটি অটো জেনারেটেড সার্টিফিকেট প্রাপ্ত হবেন।

প্রাপ্ত সার্টিফিকেটটি সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণের নিকট ২০.০৯.২০২২ খ্রি. তারিখের মধ্যে পাঠাতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ -জেলা শিক্ষা কর্মকর্তাগণের কাছে সার্টিফিকেটগুলো পাঠাবেন।জেলা শিক্ষা কর্মকর্তাগণ -মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর সংশ্লিষ্ট উইং এ ৩০.০৯.২০২২ খ্রি তারিখের মধ্যে পাঠাবেন ।

 

অনলাইনে মুক্তপাঠ প্রশিক্ষণ ২০২২

305241198-5492773240804281-6399220003881898000-n

305262385-5492774244137514-7666306060632476035-n

 

 

  • কোর্সের লিংক https://muktopaath.gov.bd/course-details/848

  • মুক্তপাঠে এই বাধ্যতামূলক কোর্সে PDS আইডি লাগবে।
  • PDS আইডি কিভাবে পাবেন?
  • PDS আইডি সংগ্রহ:
  • PDS আইডি সংগ্রহ করার জন্য আপনাকে প্রথমে https://emis.gov.bd এই সাইটে প্রবেশ করতে হবে।
  • পেইজে Portal বাটনে ক্লিক করবেন।
  • পোর্টাল বাটনে ক্লিক করলে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক/কর্মচারীদের পিডিএস পোর্টাল চালু হবে।

ক্রমান্বয়ে সিলেক্ট করার পর আপনার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মচারীদের নামের তালিকা দেখতে পাবেন। ওখানেই পিডিএস নাম্বার পেয়ে যাবেন। উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনার এবং আপনার প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক/কর্মচারী পিডিএস আপডেট করতে পারবেন।

About Nazmul Hasan

Check Also

এ সপ্তাহের চাকরির পরীক্ষার নিউজ

এ সপ্তাহের চাকরির পরীক্ষার নিউজঃ বিসিএস পরীক্ষা ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর। ৪৫তম …

Leave a Reply

Apply Online Here