🔥🔥মাস্টার্স ভর্তি প্রসঙ্গে🔥🔥
♨আগামীকাল ৫ সেপ্টেম্বর হতে মাস্টার্স (নিয়মিত) 20-21 সেশনের ভর্তি আবেদন শুরু।।
🔰কারা আবেদন করতে পারবে??
☆উত্তর:- 2016 সালে বা তার পরবর্তী যেকোনো সালে অনার্স/প্রিলি টু মাস্টার্স(নিয়মিত)পাস করলে আপনি আবেদন করতে পারবেন।
🔰আবেদনের মাধ্যম কি??
উত্তর:- অনলাইন।
🔰CGPA কত হলে আবেদন করতে পারবে??
উত্তর:- কমপক্ষে 2.25 লাগবে।
🔰কয়টি কলেজ চয়েজ দিতে পারবো??
উত্তর:- একটি কলেজ চয়েজ দিতে হবে।
🔰আবেদন করতে কি কি লাগবে!!?
উত্তর:-অনলাইনে আবেদন করতে অনার্স/প্রিলি টু মাস্টার্স এর রোল,রেজি,পাসের সন,ছবি,অঙ্গীকারনামা আর ব্যক্তিগত কিছু তথ্য লাগবে।
🔰কোটার ব্যবস্থা আছে কি!!?
উত্তর:- হ্যাঁ আছে!
🔰আবেদন কপি কলেজে জমা দিতে হবে কি??
উত্তর:-জি হ্যাঁ!! অবশ্যই অবশ্যই জমা দিতে হবে।।
🔰প্রাথমিক আবেদন ফি কত??
উত্তর:- ৩০০ টাকা।।এই টাকা আবেদন কপি জমা দেওয়ার সাথে দিতে পারবেন অথবা কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন।।
🔰আমার পরিবর্তে অন্য কাউকে দিয়ে কলেজে আবেদন কপি জমা দেওয়ার যাবে!???
উত্তর:- হ্যাঁ যাবে🤗 চুড়ান্ত ভর্তিও করাতে পারবেন।
🔴আবেদনের শেষ তারিখ>> 20 সেপ্টেম্বর।
বি:দ্র::গত বছর অনেকে প্রাথমিক আবেদন করতে পারে নি জন্য ভর্তি হতে পারে নাই।।তাই সময় থাকতে আপনি নিজে আবেদন করুন আর আপনার বন্ধুদের কে এই সংবাদটি দিন।।ধন্যবাদ