মাস্টার্স ভর্তি প্রসঙ্গ

🔥🔥মাস্টার্স ভর্তি প্রসঙ্গে🔥🔥

♨আগামীকাল ৫ সেপ্টেম্বর হতে মাস্টার্স (নিয়মিত) 20-21 সেশনের ভর্তি আবেদন শুরু।।

🔰কারা আবেদন করতে পারবে??
☆উত্তর:- 2016 সালে বা তার পরবর্তী যেকোনো সালে অনার্স/প্রিলি টু মাস্টার্স(নিয়মিত)পাস করলে আপনি আবেদন করতে পারবেন।

🔰আবেদনের মাধ্যম কি??
উত্তর:- অনলাইন।

🔰CGPA কত হলে আবেদন করতে পারবে??
উত্তর:- কমপক্ষে 2.25 লাগবে।

🔰কয়টি কলেজ চয়েজ দিতে পারবো??
উত্তর:- একটি কলেজ চয়েজ দিতে হবে।

🔰আবেদন করতে কি কি লাগবে!!?
উত্তর:-অনলাইনে আবেদন করতে অনার্স/প্রিলি টু মাস্টার্স এর রোল,রেজি,পাসের সন,ছবি,অঙ্গীকারনামা আর ব্যক্তিগত কিছু তথ্য লাগবে।

[অঙ্গীকারনামা কম্পিউটার দোকানে পাবেন]

🔰কোটার ব্যবস্থা আছে কি!!?
উত্তর:- হ্যাঁ আছে!

🔰আবেদন কপি কলেজে জমা দিতে হবে কি??
উত্তর:-জি হ্যাঁ!! অবশ্যই অবশ্যই জমা দিতে হবে।।

🔰প্রাথমিক আবেদন ফি কত??
উত্তর:- ৩০০ টাকা।।এই টাকা আবেদন কপি জমা দেওয়ার সাথে দিতে পারবেন অথবা কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন।।

🔰আমার পরিবর্তে অন্য কাউকে দিয়ে কলেজে আবেদন কপি জমা দেওয়ার যাবে!???
উত্তর:- হ্যাঁ যাবে🤗 চুড়ান্ত ভর্তিও করাতে পারবেন।

🔴আবেদনের শেষ তারিখ>> 20 সেপ্টেম্বর।

বি:দ্র::গত বছর অনেকে প্রাথমিক আবেদন করতে পারে নি জন্য ভর্তি হতে পারে নাই।।তাই সময় থাকতে আপনি নিজে আবেদন করুন আর আপনার বন্ধুদের কে এই সংবাদটি দিন।।ধন্যবাদ

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

গুচ্ছ ভর্তি পরীক্ষার উত্তরপত্র দেখার সুযোগ, আবেদন বুধবার পর্যন্ত

পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন গুচ্ছ ভর্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *