মাস্টার্স সমাচার:
মাস্টার্স রেগুলার ২০-২১ সেশনে ভর্তির অনলাইন আবেদন চলছে।
আবেদন করা যাবে ০৫ সেপ্টম্বর হতে ২০ সেপ্টম্বর পর্যন্ত।
আবেদন করতে পারবে কেবল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ থেকে ২০ সালের অনার্স পাশ করা শিক্ষার্থীরা এবং প্রিলি টু মাস্টার্স করা শিক্ষার্থীরা।
আবেদন করতে নূণ্যতম সিজিপিএ লাগবে ২.২৫.
মাস্টার্স রেগুলার ২০-২১ এর ক্লাশ শুরু হবে ১৬ অক্টোবর ২০২২ থেকে।
জাতীয়তে অনার্স পড়ার কলেজ আছে ৮৮১ টি, আর মাস্টার্স পড়ানো হয় ১৭৬ টি কলেজে।
কোন শিক্ষার্থী নিজ কলেজের মাস্টার্স প্রোগ্রামে আবেদন করলে সে অগ্রাধিকার পাবে চান্স পাবার জন্য।
মাস্টার্সে আরো যেসব কোর্স আছে:
মাস্টার্স প্রিলি বা ১ম পর্ব: যারা ডিগ্রী পড়ে মাস্টার্সে ভর্তি হয় তাদের জন্য।
(প্রিলি টু মাস্টার্স : ডিগ্রীর পর এক বছরের মাস্টার্স করার পর সেইম অনার্সের মতন মাস্টার্সে ভর্তি হতে হয়, এটাকে বলে প্রিলি টু মাস্টার্স)
মাস্টার্স (প্রাইভেট) : যেমনটা উপরে বললাম ৮৮১ টি অনার্স বনাম ১৭৬ টি মাস্টার্স কলেজ, তো এটা জানা কথাযে ৫০% – ৭০% অনার্স গ্র্যাজুয়েট মাস্টার্স রেগুলারে চান্স পাবে না। তো তারা পরে এই প্রাইভেট কোর্সে আবেদন করে ভর্তি হতে পারবে (এ কোর্সে ক্লাস করানো হয় না)
মাস্টার্স প্রিলি প্রাইভেট : যারা ডিগ্রী (রেগুলার/প্রাইভেট) পাশ করেছে তারা ভর্তি হবে।
মাস্টার্স (প্রফেশনাল) : যাদের কোর্স পরিবর্তনের ইচ্ছা তাদের জন্য বেস্ট অপশন, এছাড়াও বিভিন্ন ভার্সিটি থেকে অনার্স শেষ করে জাতীয়তে মাস্টার্স করতে চাইলে এই কোর্সেই কেবল আবেদন করা যায়।
এটিতে এমবিএ, এমএসসি, বিএড, এমএড, এলএলবি এর মতন কোর্স আছে।