জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসকল কলেজে মাস্টার্সে ভর্তি হওয়ার যাবে তার বিষয় ও সিট সংখ্যাঃ
যেকোনো ১টি কলেজে প্রাথমিক আবেদন করতে পারবেন। মেধা তালিকায় স্থান না হলে পরে রিলিজ স্লিপে ৩টি কলেজে আবেদনের সুযোগ পাবেন। যে কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন সেই কলেজে আবেদন করলে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
মাস্টার্সের কলেজ তালিকার পিডিএফ ফাইলঃ https://drive.google.com/file/d/1098Njpq_22WLFvttV-QuqoMZXt6p7u2i/view?usp=drivesdk
অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে ০৫/০৯/২০২২ তারিখ বিকাল ৪ টা থেকে ২০/০৯/২০২২ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
অনলাইনে প্রাথমিক আবেদন করতে যা যা লাগবেঃ
👉 অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
👉 এক কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নং।
👉 দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।(অঙ্গীকারানামা হাতে ফরম পূরণ করে স্ক্যান করে আপলোড করতে হয়)
এটা বিগত বছরের সিট সংখ্যা। এনইউ কর্তৃপক্ষ প্রয়োজনে সিট যুক্ত/কমানোর ক্ষমতা রাখে।