জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসকল কলেজে মাস্টার্সে ভর্তি হওয়ার যাবে তার বিষয় ও সিট সংখ্যা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসকল কলেজে মাস্টার্সে ভর্তি হওয়ার যাবে তার বিষয় ও সিট সংখ্যাঃ

যেকোনো ১টি কলেজে প্রাথমিক আবেদন করতে পারবেন। মেধা তালিকায় স্থান না হলে পরে রিলিজ স্লিপে ৩টি কলেজে আবেদনের সুযোগ পাবেন। যে কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন সেই কলেজে আবেদন করলে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

মাস্টার্সের কলেজ তালিকার পিডিএফ ফাইলঃ https://drive.google.com/file/d/1098Njpq_22WLFvttV-QuqoMZXt6p7u2i/view?usp=drivesdk

অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে ০৫/০৯/২০২২ তারিখ বিকাল ৪ টা থেকে ২০/০৯/২০২২ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

অনলাইনে প্রাথমিক আবেদন করতে যা যা লাগবেঃ
👉 অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
👉 এক কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নং।
👉 দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।(অঙ্গীকারানামা হাতে ফরম পূরণ করে স্ক্যান করে আপলোড করতে হয়)

এটা বিগত বছরের সিট সংখ্যা। এনইউ কর্তৃপক্ষ প্রয়োজনে সিট যুক্ত/কমানোর ক্ষমতা রাখে।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

ডিমের খোসাতেই ঘর ছাড়বে টিকটিকি

ডিমের খোসাতেই ঘর ছাড়বে টিকটিকি     ঘরের ভিতরে ঘুরছে টিকটিকি। কোনো চেষ্টাতেই ঘড় ছাড়া …

Leave a Reply

Apply Online Here