সাবজেক্ট চয়েস সংক্রান্ত

সাবজেক্ট চয়েস সংক্রান্ত

মানবিক ইউনিটের আসন ৯৭০৩ টা(১০০%)। তার মধ্যে বিজ্ঞান ও বাণিজ্য ইউনিট আসন পাবে।

📛মানবিক ->(৮০%)
📛বানিজ্য ->(৫%)
📛বিজ্ঞান -> (১৫%)

**বিজ্ঞান ইউনিটে আসন- ৬৫৫০ [এখানে মানবিক ও বাণিজ্য আসন পাবে।]

*বাণিজ্য ইউনিটে আসন- ৫৩১০ [এখানে মানবিক ও বিজ্ঞান আসন পাবে।]

🚩মানবিক এর ১২০০০+ পর্যন্ত ১ম মেধাতালিকা আশা করা যায় বাকিরা ২য় /৩য় তালিকায় পাবে।

🚩কমার্স এর ১ম,২য় ও ৩য় মেধাতালিকা মিলে প্রায় ৮৫০০+ সিরিয়াল পযন্ত কমার্স সিট পায়।(আসন খালি থাকা শর্তে)
🚩এরপর কমার্স থেকে আর্টস এর সাবজেক্ট চয়েজ লিস্ট থেকে পাস করা যে কেউ সাবজেক্ট পেয়ে যেতে পারে, চয়েস ও আসন অনুযায়ী। ১২০০০/১৩০০০+ হতে পারে।
🚩বিজ্ঞান ইউনিটের ১ম,২য়,৩য় মেধাতালিকা ১০ হাজার সিরিয়াল পর্যন্ত বিজ্ঞান ইউনিটের সাবজেক্ট পেতে পারে। বাকিরা আর্টস/কমার্স এর সাবজেক্ট ১৪০০০/১৫০০০+ সিরিয়াল থেকে পেয়ে যেতে পারে,আসন থাকা শর্তে, সেটা চয়েজ অনুযায়ী যে কোন কলেজ বা সাবজেক্ট হতে পারে।

*সকল পরিসংখ্যান নির্ভর করে আসন খালি থাকার উপরে ও চয়েস লিস্টের উপর

** বাকি পজিশন এর শিক্ষার্থীরা চয়েস দিয়ে রাখবেন আসন খালি থাকা সাপেক্ষ ভাগ্যে থাকলে পেয়ে যেতে পারেন।

** মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্ট+কলেজ অনেকে পছন্দ অনুযায়ী পাবে চূড়ান্ত লিস্টে। ধন্যবাদ।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

nu

অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা ২০২২

অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ২ অক্টোবর …

Leave a Reply

Apply Online Here