বাংলাদেশে 🇧🇩 ৮৮১টি সরকারি ও বেসরকারি কলেজে ব্যাচেলর অনার্স কোর্স করানো হয়।
অপরপাশে বাংলাদেশের ১৭৬ কলেজে মাস্টার্স কোর্স রয়েছে। যারা অন্য কলেজে মাস্টার্সের জন্য আবেদন করবেন তারা আসন সংখ্যার কথা মাথায় রাখবেন।
যে কলেজে আবেদন করবেন ঐ কলেজে যদি ২০০টা আসন থাকে এবং ঐ কলেজের ই স্টুডেন্ট ১৫০ জন থাকে যার মধ্যে কম হলেও ১২০ জন অনার্স পাশ করে তাহলে আপনি ২০০-১২০ বাদ দিয়ে ৮০টা আসন ধরে নিবেন আপনার জন্য।
মনে রাখবেন, আসন কম হলে আপনার সুযোগ ও কম। যাদের সিজিপিএ কম বা ৩ এর নিচে তারা হাই র্যাংকিং কলেজে আবেদন ঠুকবেন না। সেক্ষেত্রে আপনার অনার্সে ভর্তির অভিজ্ঞা কাজে লাগাতে পারেন।