জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি প্রফেশনাল(অনার্স কোর্স) BBA তে-সরাসরি ভর্তি চলছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি প্রফেশনাল(অনার্স কোর্স) BBA তে-সরাসরি ভর্তি চলছে।

অনেকেই প্রশ্ন করেছেন জেনারেল অনার্স এবং অনার্স প্রফেশনাল কী? তো যারা বিষয়টি নিয়ে এখনও চিন্তিত তাদের জন্য আজকের পোষ্টটি। আর যেহেতু 2021-22 সেশনে অনার্স ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারবেন।
👉️বিশ্ববিদ্যালয়ের জেনারেল অনার্স এবং প্রফেশনাল অনার্সের পার্থক্যঃ

 

▶️১।জেনারেল অনার্স বাংলা ভার্সনের,প্রফেশনাল ইংরেজী ভার্সনের।
▶️২।জেনারেল অনার্স সব যায়গায় পড়ানো হয়।সারা বাংলাদেশে প্রায় ২ হাজারের বেশী সরকারি বেসরকারি কলেজ রয়েছে যার মধ্যে ৭৭০+ কলেজে জেনারেল অনার্স পড়ানো হয়। আর প্রফেশনাল পড়ানো হয় অল্প সংখ্যক বেসরকারি কলেজ এবং ইনস্টিটিউটে।
▶️৩।জেনারেল অনার্স সরকারি বেসরকারি দুটোতেই পড়া যায়। প্রফেশনাল কোন সরকারি কলেজে পড়ানো হয়না।
▶️৪।জেনারেল অনার্সে সরকারি কলেজে ৪ বছরে খরচ হয় ৩০ হাজার টাকার মতো,বেসরকারী কলেজে ৪ বছরে খরচ হয় ৮০ হাজার-১ লাখ ২০ হাজারের মতো। সেই তুলনায় প্রফেশনালে ৪ বছরে খরচ হয় ১ লাখ । (কলেজ ভেদে কম/বেশি হতে পারে,এখানে গড় হিসাব দেওয়া হলো।)
▶️৫।জেনারেল অনার্সে কোন ইন্টার্নশীপ নাই। প্রফেশনালে ইন্টার্নশীপের ব্যবস্থা আছে। যার কারনে প্রফেশনালে পড়া স্টুডেন্ট রা দ্রুত চাকুরী পেয়ে যায়।প্রায় ৭০% স্টুডেন্টদের ইন্টার্নশীপেই চাকুরী কনফার্ম হয়ে যায়।
▶️৬।প্রফেশনাল ইংরেজী ভার্সন হওয়ায় চাকুরীর বাজারে জেনারেল অনার্স পড়ুয়া স্টুডেন্টদের চেয়ে প্রফেশনালের স্টুডেন্ট দের চাহিদা বেশি থাকে।
▶️৭।জেনারেল অনার্সের কোন সাবজেক্ট প্রফেশনালে পড়ানো হয়না,আবার প্রফেশনালের কোন সাবজেক্ট জেনারেল অনার্সে পড়ানো হয়না।
▶️৮।জেনারেল অনার্সে বছরে একবার পরীক্ষা, প্রফেশনালে সেমিস্টার সিস্টেম বছরে ২ সেমিস্টার করে ৪ বছরে ৮ সেমিস্টার।
▶️৯। জেনারেল অনার্সে ভর্তির সময় ই মেজর সাবজেক্ট টা ঠিক করা থাকে।আর প্রফেশনালে 3rd year মেজর সাবজেক্ট ঠিক করা হয়।
▶️১০।জেনারেল অনার্সে ৪ বছরে ২০ টার মতো সাবজেক্ট পড়ানো হয়। প্রফেশনালে ৪ বছরে ৪০+ সাবজেক্ট পড়ানো হয়।
▶️১১।জেনারেল অনার্সে প্রেজেন্টেশন,প্রজেক্ট,এসাইনমেন্ট,ল্যাব এগুলো করানো হয়না। প্রফেশনালে এগুলো বাধ্যতামূলক করানো হয়ে থাকে। তাই স্টুডেন্টরা দ্রুত প্রফেশন নির্ভর হতে পারে।
👉 দুটোর মাঝে মিলঃ
✅১।দুটোর ই সার্টিফিকেট দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।
✅২।ভর্তি থেকে শুরু করে আপনার কোর্স কমপ্লিট করে বের হওয়া পর্যন্ত সব কিছুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে।
✅৩।দুটোতেই অনলাইনের মাধ্যমে আবেদন করে ভর্তি হতে হয়। তবে প্রফেশনালের অধীনে কিছু ইনস্টিটিউট সরাসরি ভর্তি নেয়। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন : ঢাকা বিজনেস ইনস্টিটিউট উত্তরা

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

এ সপ্তাহের চাকরির পরীক্ষার নিউজ

এ সপ্তাহের চাকরির পরীক্ষার নিউজঃ বিসিএস পরীক্ষা ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর। ৪৫তম …

Leave a Reply

Apply Online Here