যাঁরা ১ম রিলিজ স্লিপে চান্স পাইছো তাদের বর্তমান করণীয়

যাঁরা ১ম রিলিজ স্লিপে চান্স পাইছো তাদের বর্তমান করণীয়Σ

☆৬ সেপ্টেম্বরের মধ্যে দোকান থেকে “Admission Form” পূরণ করে প্রিন্ট করে নিবে…দোকানে গিয়ে রোল & পিন দিয়ে Login করলেই “এডমিশন ফর্ম”পাবা]]

☆৭ সেপ্টেম্বরের ভিতর সকল কাগজপত্র+টাকা নিয়ে কলেজে গিয়ে ভর্তি হয়ে আসতে হবে..

তোমাদের কাজ শেষ……

….ভর্তি হতে কি কি কাগজ লাগবে??

☆উত্তর:-

✔প্রাথমিক আবেদনের স্টুডেন্টস কপি।

✔১ম রিলিজ স্লিপের আবেদন কপি।

✔দোকান থেকে সদ্য প্রিন্ট করা “Admission form” টা

✔SSC & HSC মার্কসিট,,রেজিস্ট্রশন কার্ড,প্রশংসাপত্র,সনদপত্র, ((কলেজে মুল কপি অথবা ফটোকপি যেটি চাইবে ওটা দিলেই হবে।।একেক কলেজ একেক রকম চায় তাই মুল কপি গুলো থাকলে সবকিছু সহজ হবে))

✔এবং টাকা।

কলেজে ফাকা থাকা সিটের উপর নির্ভর করে ২য় রিলিজ স্লিপ এর আবেদন এর নোটিশ আসবে। প্রতিবছরই সুযোগ থাকে এবার ও থাকবে আশা করি।তবে ২য় রিলিজ স্লিপে সিট খুব কম ফাকা থাকে তাই সুযোগও কম।

বি:দ্র::-অনেক কলেজে অনলাইনে ভর্তি হওয়া যায়।।ভর্তির জন্য কলেজে যেতে হয় না।।তাই তুমি যে কলেজে চান্স পাইছো ওই কলেজের নোটিশ সংগ্রহ করার চেষ্টা করো…।

কিছু তথ্য নিজে লিখেছি কিছ তথ্য অন্যজনের থেকে সংগ্রহ করা।কারো কিছু জানার থাকলে বলতে পারো।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

nu

অনার্স ৪র্থ বর্ষের সংশোধিত রুটিন ২০২৩

🔥অনার্স ৪র্থ বর্ষের রুটিন পরিবর্তন🔥   ২০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের(২০১৭-১৮) …

Leave a Reply

Apply Online Here