সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন শিক্ষকদের সুযোগ-সুবিধাসমূহ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন শিক্ষকদের সুযোগ-সুবিধাসমূহ:+

১/শুরুতেই ১৩তম গ্রেডে সবমিলিয়ে(মূল বেতন-১১০০০/-, বাড়িভাড়া-৪৯৫০/-, চিকিৎসা ভাতা-১৫০০/-, টিফিন-২০০/-) পাবেন ১৭,৬৫০/-।
২/প্রতি বছর ৫% ইনক্রিমেন্ট(চাকরির ৬ মাস পূর্ণ হলে জুলাই মাসের ১ তারিখ থেকে)
৩/বেসিকের শতভাগ দুইটি ইদ বোনাস(১১০০০ করে মোট ২২০০০/-)
৪/বেসিকের ২০% বৈশাখী ভাতা(২২০০/-)
৫/সন্তানের বয়স ৫ বছর হলে শিক্ষা ভাতা(১ জন হলে ৫০০/-, ২ জন হলে ১০০০)
৬/৩ বছর পর পর বেসিকের শতভাগ শ্রান্তি বিনোদন ভাতা।
৭/প্রশিক্ষণ ভাতা
৮/কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা
৯/প্রধান শিক্ষক পদে পদোন্নতি
১০/টিইও ও এটিইও পদে বিভাগীয় কোটা
১১/সন্তানের জন্য কোটা
১২/জিপিএফ সুবিধা(যা রাখবেন ১৩% মুনাফায় পাবেন)
১৩/সবশেষে এককালীন লামগ্র্যান্ড ও মৃত্যুর পূর্ব পর্যন্ত পেনশন সুবিধা।
……….
আহমেদ কাজল, সহকারী শিক্ষক, ২০১৮ ব্যাচ, সরকারি প্রাথমিক বিদ্যালয়

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

২৫৪ পদে স্বাস্থ্য অধিদপ্তর (ntp) এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। Deadline: 3 Dec 2023  Apply: http://ntp.teletalk.com.bd/ …

Leave a Reply

Apply Online Here