Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপে আবেদন সংক্রান্ত প্রশ্নোত্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপে আবেদন সংক্রান্ত প্রশ্নোত্তর
• জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ কি?
– জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে যারা মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও
ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে তাদের অনার্স ভর্তির শেষ সুযোগের নাম রিলিজ স্লিপ।
• রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে?
– যারা অনার্স ভর্তির প্রাথমিক আবেদন ফরম কলেজে জমা দিয়েছে তারা আবেদন করতে পারবে।
• রিলিজ স্লিপে কিভাবে আবেদন করব?
– জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আপনি নিজে অথবা দোকানে গিয়ে আবেদন করতে পারবেন।
• রিলিজ স্লিপ আবেদন ফরম পূরণ করার জন্য কি কি লাগবে ?
– অনার্স ভর্তির রোল নম্বর ও পিন নম্বর।
• রিলিজ স্লিপে কয়টি কলেজে আবেদন করা যাবে?
– সর্বোচ্চ ও সর্বনিম্ন ৫ টি কলেজে আলাদাভাবে বিষয় নির্বাচন করতে হবে।
• রিলিজ স্লিপে কয়টি সাবজেক্ট চয়েস দিতে পারব?
– কলেজভিত্তিক যেসব বিষয়ে আসন খালি আছে যোগ্যতা থাকা সাপেক্ষে সকল বিষয় চয়েস দিতে পারবেন।
• যে কলেজে পূর্বে আবেদন করেছিলাম সে কলেজে আবার আবেদন করা যাবে?
– আসন খালি থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন।
• রিলিজ স্লিপে কোন ৫ টি কলেজ নির্বাচন করব?
– জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির যেসব সরকারি/বেসরকারি কলেজে আসন খালি রয়েছে আপনার পছন্দমতো সেসব কলেজে আবেদন করতে পারবেন।
• কোন কলেজে কোন বিষয়ে কতগুলো সিট আসন খালি আছে কিভাবে জানবো?
– রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কোন কলেজের কয়টা করে আসন খালি আছে জানা যাবে।
• রিলিজ স্লিপ প্রথমবার আবেদন করতে ভুল হলে তা বাতিল করা যাবে?
– রিলিজ স্লিপের আবেদন ফরম চূড়ান্তকরণের পরেও কোন প্রার্থী তার আবেদন ফরমে কলেজ/বিষয়ের পছন্দক্রম সংশোধন বা পরিবর্তন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন। এই সুযোগ সর্বোচ্চ একবার।
• রিলিজ স্লিপের আবেদন ফি দিতে হবে?
-কোন ফি দিতে হবে না শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে ।
• রিলিজ স্লিপের আবেদন ফরম কলেজে জমা দিতে হবে?
– রিলিজ স্লিপে আবেদন ফরম কলেজে জমা দিতে হবেনা নিজের কাছেই রাখতে হবে।
• রিলিজ স্লিপের মাধ্যমে যে বিষয় পাবো তা কি পরিবর্তন করা যাবে ?
– রিলিজ স্লিপে যে বিষয় পাবেন সে বিষয়েই আপনাকে ভর্তি হতে হবে ।
• রিলিজ স্লিপে আবেদন করার পর কোন কলেজে চান্স না পাই তাহলে কি করব?
– ১ম রিলিজ স্লিপে ভর্তি হতে না পারলে ২য় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন।
• রিলিজ স্লিপের ফলাফল কখন প্রকাশিত হয়?
– অনলাইনে আবেদন শেষ হওয়ার ৫-৭ দিনের মধ্যে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত হবে ।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

nu

মার্স্টাস ভর্তি রেজাল্ট ২০২২

মাস্টার্স (নিয়মিত) কোর্সের ভর্তি কার্যক্রমে মেধা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ◾ অনলাইনে যেভাবে ফলাফল …

Leave a Reply

Apply Online Here