আগস্ট মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সকল আপডেট

এক নজরে আগস্ট মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সকল আপডেট- জাতীয় বিশ্বদ্যালয়।
◾ ডিগ্রি(২০২০-২১ শিক্ষাবর্ষ) ১ম বর্ষ(নিয়মিত) ও (প্রাইভেট) ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড চলতি আগস্ট মাসে ইস্যু হবে। এরপরপরই পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত আপডেট আসবে।
◾ ডিগ্রি(২০১৯-২০ শিক্ষাবর্ষ) ২য় বর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে এবং কলেজসমূহ সেশন ফি আদায় করছে। পরীক্ষার ফরম পূরণের আপডেট আসতে পারে চলতি বছরের শেষ দিকে।

◾ ডিগ্রি(২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ২য় বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগস্ট মাসে।
◾ ডিগ্রি(২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ৩য় বর্ষ নিয়মিত, অনিয়মিত এবং প্রাইভেট শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা আগামী ০৬/০৯/২০২২ তারিখ দুপুর ১ঃ৩০ থেকে শুরু হবে। পরীক্ষা শুরুর ৩-৪দিন আগে প্রবেশপত্র দেওয়া হবে। শেষবারের মত পরীক্ষার ফরম পূরণ করা যাবে ৮ আগস্ট পর্যন্ত।
◾ ডিগ্রি(২০১৬-১৭) শিক্ষাবর্ষের প্রিলিমিনারী টু মাস্টার্স নিয়মিত ও (প্রাইভেট) ভর্তি কার্যক্রম শেষ। আগামী ১-২ মাস পর রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু হবে।

◾ ২০২১-২২ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষ(নিয়মিত) কোর্সের ভর্তির সার্কুলার চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রকাশ হতে পারে।
◾ ২০২২-২৩ অর্থবছরের ডিগ্রি(পাস) ও সমমান পর্যায়ে উপবৃত্তির আবেদন সংক্রান্ত আপডেট আসতে পারে চলতি বছরের শেষ দিকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেটসমূহ পেতে সাথেই রাখুন।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

nu

অনার্স ৪র্থ বর্ষের সংশোধিত রুটিন ২০২৩

🔥অনার্স ৪র্থ বর্ষের রুটিন পরিবর্তন🔥   ২০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের(২০১৭-১৮) …

Leave a Reply

Apply Online Here