জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ দিনে মোট ৩ লাখ ৮৯ হাজার ৪৬৯ জন শিক্ষার্থীর আবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে তিনটি বিভাগ মিলে ১০ দিনে মোট ৩ লাখ ৮৯ হাজার ৪৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

মঙ্গলবার (৩১ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ৩ লাখ ৮৯ হাজার ৪৬৯ আবেদন পড়েছে। এর মধ্যে, মানবিকে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে।

তিনি জানান, বিজ্ঞানে ৯৮৮২২টি, ব্যবসায় শিক্ষা শাখায় ৮০৪৮৪ টি ও মানবিকে ২ লাখ ১৬৫টি আবেদন পড়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এ আবেদন পড়েছে।

এদিকে এই বছর শিক্ষার্থী ভর্তিতে জিপিএ’র শর্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার জিপিএ পরিবর্তন ভর্তি আবেদনে কোনো প্রভাব ফেলেনি।
©thedailycampus

About Nazmul Hasan

Check Also

nu

অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা ২০২২

অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ২ অক্টোবর …

Leave a Reply

Apply Online Here