জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশন ও পাশ নম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়মাবলীঃ

পাশ মার্কসঃ লিখিত ও ইনকোর্স পরীক্ষায় (৩২+৮) = ৪০ পেলে পাস।

লিখিত পরিক্ষায় অবশ্যই ৩২ এবং ইনকোর্স না থাকলে ৪০ মার্ক পেলে তবেই পাশ।

 

প্রমোশনের শর্ত:

(১) ১ম বর্ষ-২য় বর্ষে প্রমোশনে অন্তত ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং সিজিপিএ ১.৭৫ অর্জন করতে হবে..

(২) ২য় বর্ষ-৩য় বর্ষে প্রমোশনে কমপক্ষে ৩টা বিষয়ে পাশ এবং সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে..

(৩) ৩য় বর্ষ-৪র্থ বর্ষে প্রমোশনে কমপক্ষে ৪টা বিষয়ে পাশ এবং সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে..

(৪) সকল কোর্সের (ইনকোর্স/তত্ত্বীয়/ব্যবহারিক/ মাঠকর্ম/মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে..

(৫) শুধুমাত্র ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে- বাকি সব বিষয়ে পাশ করতে হবে নতুবা Fail-আসবে..

(৬) ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (absent students)

(৭) ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (absent students)

(৮) ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (absent students)

(৯) C, D গ্রেড এ যেকোন বর্ষে গিয়ে ১বার Improvement-দেওয়া যায়। কিন্তু এটাতে যতবার Fail-করবেন ততবারই ইম্প্রুভমেন্ট দিতে পারবেন: তবে ৬ বছরের রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে..

(১০) একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল Not-Promoted আসবে। এতে ১ বছরের শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে..

(১১) একই শিক্ষাবর্ষে ২বার Not-Promoted হলে আপনি Drop out-হয়ে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে আপনি ডিগ্রী সার্টিফিকেট পাবেন..

(১২) F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীত করতে হবে.. অন্যথায় অনার্স পাশ হবে না..

(১৩) যাঁরা Not-Promoted হবেন, তাঁদের আবার পেছন বর্ষের সাথে পরিক্ষা দিয়ে পাশ করতে হবে..

(১৪) ১, ২ বা ৩ বিষয়ে ফেল করেও যাঁরা প্রমোট হয়ে পাশ করবেন তাঁরা পরবর্তী বর্ষে উঠতে পারবেন কিন্তু তাঁদের কে ফেল করা বিষয়ে অবশ্যই ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে..

(১৫) শুধু C, D পেলে ইম্প্রুভমেন্ট দিয়ে ফলাফল উন্নয়ন করতে পারবেন আবার নাও পারেন। C, D ইম্প্রুভমেন্ট পরিক্ষার গ্রেড় উন্নতি করতে না পারলে Subject GPA আগেরটাই থাকবে। তবে ইম্প্রুভমেন্ট দেয়া বিষয়ে আপনি যত ভালো করতে পারেন তাই যোগ করে নেওয়া হবে।

এ বিষয়ে যেকোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান।

ধন্যবাদ

About Nazmul Hasan

Check Also

nu

National University Masters Result 2023

National University Masters Result প্রিলিমিনারী টু মাস্টার্স(২০১৮-১৯) পরীক্ষার পুনঃনিরীক্ষণের(Recheck) ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করলো এনইউ।   …

Leave a Reply

Apply Online Here