জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নোটিশ এসেছে এসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করা হবে।
এর জন্য কলেজে গিয়ে আবেদন করতে হবে। এবং তার দুই সপ্তাহের মধ্যে আবার তাদের কলেজে গিয়ে এসাইনমেন্ট জমা দিতে হবে। অর্থাৎ লাখ লাখ শিক্ষার্থীকে ৩য় ধাপের করোনা পরিস্থিতির মধ্যে সমাগম হতে হবে। যদি এই পরিস্থিতির মধ্যে লাখ লাখ শিক্ষার্থী দুইদিনের জন্য সমাগম হতে পারে।
তাহলে শর্ট কোর্স পদ্ধতিতে লাখ লাখ শিক্ষার্থী ৩/৪ দিন সমাগম করতে পারবে না কেন??
এছাড়া অনার্স ২য় বর্ষের ফর্ম ফিলাপের নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ ২য় বর্ষেরও লাখ লাখ শিক্ষার্থীকে একসাথে কলেজে এসে ফর্ম ফিলাপ করতে হবে।
ফর্ম ফিলাপ করতে গেলে বা এসাইনমেন্ট জমা দিতে গেলে করোনা ভাইরাস সংক্রমণের কোনো সম্ভাবনা নাই, এই গ্যারান্টি মাননীয় শিক্ষামন্ত্রী বা উপাচার্য মহাদয় দিতে পারবেন??
এছাড়া যদি আবার সেই পরীক্ষা ফাইনাল ইয়ারের আগে দিতেই হয় তাহলে এসাইনমেন্ট নাটকের মানেটা বুঝতে পারলাম না।
এসাইনমেন্ট নাটকের চেয়ে শর্ট কোর্স পদ্ধতিতে একবারে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করে দেওয়াটাই কি বেটার নয়???
মাননীয় উপাচার্য মহাদয়ের নিকট প্রশ্ন থেকে গেল….