কী ভাবে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন জানালো পর্ষদ ও সংসদ
খবর অনলাইন ডেস্ক: করোনা সংকটে বাতিল হয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। পরীক্ষার্থীদের মূল্যায়ন কী ভাবে হবে, তা শুক্রবার ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
মাধ্যমিকের প্রায় ১৩ লক্ষ ও উচ্চমাধ্যমিকের প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থীর মার্কশিট কী ভাবে তৈরি হবে, এ দিন সেটাই জানানো হল। জানানো হয়েছে, নবম ও দশম শ্রেণির ফলের ভিত্তিতেই মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। নবম শ্রেণির পরীক্ষার ফল থেকে ৫০ এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বর নিয়ে মূল্যায়ন করা হবে।
সংসদ জানিয়েছে, ২০১৯-এর মাধ্যমিকে যে চার বিষয়ে সব থেকে বেশি নম্বর তাতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের উপর ৪০ শতাংশ এবং ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ৬০ শতাংশ ধরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে।
একই সঙ্গে জানানো হয়েছে, জানানো হয়েছে, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের এই মূল্যায়নে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হন, তা হলে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই পরীক্ষায় বসতে পারবেন।
People also search: