২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ২য় বর্ষে প্রমোশন জাতীয় বিশ্ববিদ্যালয়।
➤ অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের প্রমোশন এর শর্তসমূহঃ
➤ ২০২০ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে।
➤ ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং ২০১৬-১৭,২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা যারা অনলাইন বা ফেস টু ফেস কোর্স সম্পন্ন করেছে।
➤ ১ম বর্ষের সকল ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করেছে এবং কলেজ কর্তৃক যাদের ইনকোর্স নম্বর বিশ্ববিদ্যালয় প্রেরণ করা হয়েছে।
➤সংশ্লিষ্ট বিষয়ের #অঙ্গীকারনামা ও #প্রত্যয়নপত্রের নমুনার পিডিএফ ফাইলঃ https://www.nu.ac.bd/uploads/2018/notice_287_pub_date_16062021.pdfpdf