আগামী ১০ জুন বৃহস্পতিবার বলয় গ্রাস সূর্যগ্রহণ

আগামী ১০ জুন বৃহস্পতিবার বলয় গ্রাস সূর্যগ্রহণ

পৌরাণিক কাহিনি অনুযায়ী রাহু এবং কেতু নামে দুই রাক্ষসের সূর্য, চন্দ্রের সঙ্গে খুবই শত্রুতা। রাহু নামের রাক্ষস সূর্য, চন্দ্রকে সুযোগ পেলেই গিলে খায়। কিন্তু মাথা কাটা থাকার কারণে আবার সূর্য, চন্দ্র কিছু ক্ষণ পরেই মুক্তি পায়। এই সময়কে গ্রহণ বলে।

জ্যোতির্বিদ্যা অনুযায়ী পৃথিবী, সূর্য, চন্দ্র মহাকাশে ভ্রমণকালে যখন এক সরলরেখায় এসে যায় তখন গ্রহণ সংগঠিত হয়। সূর্য এবং চন্দ্রগ্রহণের ক্ষেত্রে অবশ্য সূর্য, চন্দ্র এবং পৃথিবীর অবস্থানের পরিবর্তন হয়।

২০২১ সালের প্রথম বলয় গ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী ১০ জুন, ২৬ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। যদিও এই বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকার উত্তরপূর্ব অংশ থেকে, ইউরোপ ও এশিয়ার উত্তর অংশ এবং অ্যান্টার্কটিক মহাসাগরের উত্তর অংশ থেকে।

গ্রহণ স্পর্শ– বেলা ১টা ৪৩ মিনিট।

About Mehedi Hasan

I am Mehedi Hasan. I love writing and sharing on new articles. Stay with me to get the latest new information.

Check Also

ডেঙ্গুজ্বরের লক্ষণ, গুরুতর উপসর্গ ও প্রতিকার

ডেঙ্গুজ্বরের লক্ষণ, গুরুতর উপসর্গ ও প্রতিকার   দিনে দিনে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। …

Leave a Reply

Apply Online Here