স্ত্রীর সঙ্গে বন্ধুর পরকীয়া, যে কাণ্ড ঘটালেন স্বামী

স্ত্রীর সঙ্গে বন্ধুর পরকীয়া, যে কাণ্ড ঘটালেন স্বামী

 

ভারতের কর্ণাটকের এক ব্যক্তিকে তার বন্ধুর গলা কেটে রক্ত ​​পান করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে বন্ধুর সম্পর্ক রয়েছে এমন সন্দেহ থেকে এই ঘটনা ঘটায় সে। তবে আঘাত প্রাপ্ত বন্ধু বেঁচে আছেন এবং হাসপাতালে আছেন। খবর এনডিটিভি।

 

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়। ভয়ঙ্কর ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী রেকর্ড করে বলে জানায় এনডিটিভির প্রতিবেদন।

পুলিশ জানিয়েছে, বিজয় সন্দেহ করেছিল তার বন্ধু মরেশ তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে ছিল। তাই তিনি মরেশকে তার সাথে দেখা করতে বললেন।

 

পুলিশের সূত্র দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, তাদের মধ্যে তর্ক বাড়তে থাকে। এক পর্যায়ে বিজয় ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র (চাকু) দিয়ে মরেশের গলা কেটে ফেলে। একজন প্রত্যক্ষদর্শীর করা মোবাইল ফোনের ভিডিওতে বিজয়কে তার বন্ধুকে চেপে ধরে রক্ত ​​পান করতে দেখা যায়।

Screenshot-20230626-135554-Facebook

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিজয়কে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, বিজয়ের বিরুদ্ধে কেনচারলাহল্লি থানায় হত্যার চেষ্টার একটি মামলা দায়ের করা হয়েছে, এখন মরেশ চিকিৎসাধীন রয়েছে।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

হারমানপ্রীতের শাস্তি চাইলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

হারমানপ্রীতের শাস্তি চাইলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার Apply Online Here বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি থেকে …

Apply Online Here