প্রতীক পেলেন হিরো আলম

প্রতীক পেলেন হিরো আলম

 

Screenshot-20230626-122015-Facebook

 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীক বরাদ্দ পেয়ছেন।

সোমবার (২৬ জুন) সকালে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।এর আগে রোববার (২৫ জুন) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ও স্বতন্ত্র প্রার্থী হিরো আলমসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন সাতজন। এ সাতজনই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

ওই সময় রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন জানান, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে, একটি দল থেকে দুজন মনোনয়ন জমা দেওয়ায় উভয়ের মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে। এ উপনির্বাচনে মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এদের মধ্যে বাছাইয়ে হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিল করলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়ন বৈধতা দেন নির্বাচন কমিশন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীক বরাদ্দ পেয়ছেন

তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ হবে আগামীকাল ২৬ জুন, আর ভোটগ্রহণ হবে ১৭ জুলাই।উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রোববার (২৫ জুন) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তিনি।

 

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসচিব প্রায় সময় ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তিনি ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আজ দেখা করেছেন।

 

এদিকে দলের পক্ষ থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এছাড়াও দলের বিভিন্ন বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সবকিছুর উচ্চমূল্যে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। কর্মসংস্থানের পরিবর্তে কর্মহীনের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই বড় চ্যালেঞ্জ।

 

রোববার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

 

রওশন এরশাদ বলেন, খাদ্য, জ্বালানি ও পরিবহন ভাড়া থেকে শুরু করে ইউটিলিটি বিল পর্যন্ত প্রায় সবকিছুরই উচ্চমূল্য। দেশে নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে না। কর্মহীনের সংখ্যা বাড়ছে। রাজস্ব আদায় বাড়ানো না গেলে অর্থনৈতিক চ্যালেঞ্জ উৎরানো সম্ভব হবে না। রাজস্ব খাতে সংস্কারের পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে বিশেষ করে ব্যালান্স অব পেমেন্ট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

২০২৩-২৪ অর্থবছরের বাজেট একদিকে সম্প্রসারণমূলক, আরেক দিকে বিশাল ঘাটতির বাজেট। চলতি অর্থবছরে বাজেট বাস্তবায়নের অবস্থা ভালো নয়। অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। যা অর্জন কঠিন হবে। মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য পূরণও বড় চ্যালেঞ্জ হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতির গতি শ্লথ হয়েছে। রিজার্ভে টান পড়েছে। রপ্তানি আয় বাড়ানোর চেষ্টা করতে হবে।

 

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে বড় চ‌্যালেঞ্জ হচ্ছে উচ্চমাত্রার মূল‌্যস্ফীতি। বর্তমানে দেশের মূল‌্যস্ফীতি গত একযুগে সর্বোচ্চ।

মূল‌্যস্ফীতি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারলে অন‌্যান‌্য অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরে নেতিবাচক প্রভাব পড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের আশু হস্তক্ষেপ এখনই কামনা করছি। এবারের বাজেট এমন এক সময় হয়েছে, যখন নানামুখী চ‌্যালেঞ্জ ও সমস‌্যায় বিশ্ব অর্থনীতি।

 

 

রওশন এরশাদ আরও বলেন, আগামী অর্থবছরে ছয়টি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি করা। গ্যাস, বিদ্যুৎ ও সারে ভর্তুকির জন‌্য অর্থের সংস্থান করা। বৈদেশিক সহায়তার অর্থ ব্যবহার এবং সরকারের উচ্চ-অগ্রাধিকার প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ‌্যে শেষ করা।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা। ভ্যাট সংগ্রহের লক্ষ্য পূরণ এবং ব্যক্তি আয়করদাতার সংখ্যা বাড়ানো। টাকার বিনিময় হার স্থিতিশীল ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রাখা। সরকারকে এ চ্যালেঞ্জগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

হারমানপ্রীতের শাস্তি চাইলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

হারমানপ্রীতের শাস্তি চাইলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার Apply Online Here বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি থেকে …

Apply Online Here