ক্যাম্পে স্ত্রী-সন্তান রেখে রোহিঙ্গা যুবকের প্রেম, ধর্ষণে প্রেমিকা অন্তঃসত্ত্বা
বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ জুন) বান্দরবান সদর থানা উপপুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৫ জুন) রাত ৮টায় ওই ইউনিয়নের উত্তর কাইচতলি এলাকা থেকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ব্যক্তির নাম মো. সফি (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সফি উত্তর কাইচতলি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। পরে তিনি শ্রমিকের কাজ করতেন। ইতোমধ্যে পাশের এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এদিকে রোহিঙ্গা ক্যাম্পের তার স্ত্রী-সন্তান থাকার সংবাদ পেয়ে সম্পর্ক ছিন্ন করতে চাইলে সফি তাকে ভয়ভীতি দেখায়। এরমধ্যে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে সংবাদ দেয়।উপপুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, রোববার রাতে খবর পেয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নেত্রকোণার মদন উপজেলায় টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুন) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৫ জুন) উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে সাইমন তালুকদার (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইমন মাদকে আসক্ত হয়ে প্রায় সময় টাকার জন্য বাবাকে নির্যাতন করত। পরে নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা নূরুল ইসলাম ছেলের বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। প্রায় পাঁচ মাস আগে জামিনে ছাড়া পায় সাইমন।
এদিকে বাড়িতে এসেই আবারও টাকার জন্য বাবাকে কয়েক দফা নির্যাতন চালায়। রোববার বিকেলে টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধর করলে পরিবারের লোকজন তাকে বেঁধে থানায় সংবাদ দেয়। পরে একই দিন রাত ৯টায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, সাইমন টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধরের মামলায় জেলহাজতে ছিল। জামিনে এসে আরও কয়েকবার মারধর করে। রোববার রাতে মারধরের খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বের মামলায় তার বিরুদ্ধে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।