ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
আর্জেন্টিনাচারদিকে যেন আর্জেন্টিনার জয়োৎসব। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছে লিওনেল মেসির দল। ফুটবল বিশ্বকাপ জয়ের পর থেকেই জয়জয়কার আকাশি-নীল শিবিরে।
বিশ্বমঞ্চের পর জুনিয়র ফুটসাল টুর্নামেন্টেও জয়রথ অব্যাহত রেখেছে লে আলবিসেলেস্তেরা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তুলেছে আর্জেন্টাইন যুবারা।রোববার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে তারা।শিরোপার লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় সেলেসাও যুবারা। ম্যাচের ১২তম মিনিটেই দলকে লিড এনে দেন আন্দ্রে। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় সেলেসাওরা।বিরতি থেকে ফিরে বেত্তনির গোলে সমতায় ফিরে আকাশি-নীল শিবির।
এরপর ম্যাচের শেষ দিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্যাসকো। এরপর আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।এর আগে, নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে, তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে এবং শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা।অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ১০-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে, তৃতীয় ম্যাচে উরুগুয়েকে ৭-১ গোলে এবং শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল।
এরপর, ফাইনাল নিশ্চিতের মিশনে প্রথম সেমিফাইনালে কলম্বিয়াকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে ৪-০ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা২০ বছরের আক্ষেপ ঘুচিয়ে মালদ্বীপের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে চলতি টুর্নামেন্টে সেমির দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুরুতে পিছিয়ে পড়ার পরও খেই না হারিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে জয় বাগিয়ে নিয়ে আসে জামাল ভূঁইয়ার দল। আর দলের এমন পারফরম্যান্স এক ম্যাচ হাতে থাকতেই সেমির স্বপ্ন দেখাচ্ছে হ্যাভিয়ার ক্যাবরেরাকে।
নিজেদের শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে খেলা হলেও অলিখিত সেই ‘ফাইনাল’ জিতে সেমির টিকিট কাটতে চান ক্যাবরেরা।
জাতীয় দলের এই কোচ বলেন, ‘এখনই আমরা নিশ্চিন্ত হতে পারি না। আমাদেরকে পরের ম্যাচটাও জিততে হবে। ভুটান দারুণ খেলেছে মালদ্বীপের বিপক্ষে। তারা অনেক শক্তিশালী দল।তিনি আরও বলেন, ‘এবার আশা করি সেমিফাইনাল নিশ্চিত করা যাবে। আমাদের আরও একটা ফাইনাল আছে-ভুটানের বিপক্ষে।’
১৭ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে জয়। পুরো বিষয়টিকেই ‘গ্রেট অর্জন’ হিসেবে দেখছেন জাতীয় দলের এই কোচ।
ক্যাবরেরা বলেন, ‘প্রথম গোলটা হজম করার পর ম্যাচটা কঠিন হয়ে পড়েছিল। তবে আমার ছেলেরা দারুণ খেলেছে ম্যাচে ফেরার জন্য। তাদের উপর আস্থা রেখেছি। এটা আমাদের গ্রেট অর্জন। আমাদেরকে অবশ্যই ম্যাচটা জয় করতে হতো। ছেলেরা দারুণ খেলেছে।’