হজযাত্রীদের যে নির্দেশনা দিলেন সৌদির প্রধান মুফতি

হজযাত্রীদের যে নির্দেশনা দিলেন সৌদির প্রধান মুফতি

Screenshot-20230624-181803-Facebook

হজযাত্রীদের রাজনৈতিক প্রচারণা থেকে দূরে থাকাসহ বেশকিছু নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের প্রধান মুফতি ও সিনিয়র উলামা কাউন্সিলের চেয়ারম্যান আবদুল আজিজ আল শায়খ।

শনিবার (২৪ জুন) সৌদির স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদির প্রধান মুফতি বলেন, এটা (মক্কা) আল্লাহ তায়ালার প্রতি সম্মান প্রদর্শনের পবিত্র জায়গা, ইবাদত কবুলের জায়গা।

 

এ সময় প্রত্যেক এমন কাজ থেকে দূরে থাকা জরুরি যা বায়তুল্লাহর জিয়ারত, আত্মিক ও মানসিক প্রশান্তির ক্ষেত্রে বাধা প্রদান করে এবং ঘৃণা-বিদ্বেষ ছড়ায়। এ সময় কোনো ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া উচিত হবে না।

তিনি বলেন, হজের জায়গাগুলোতে দোয়া এবং ইবাদত করা উচিত। হজের স্থানগুলোতে হজযাত্রীদের একনিষ্ঠ মনে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওপর আমল এবং আল্লাহ তায়ালার তসবিহ পাঠ করতে হবে। তার কাছে শুকরিয়া আদায় করি।

 

আবদুল আজিজ আল শায়খ হজযাত্রীদের তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে বলেন। তিনি বলেন, একমাত্র আল্লাহ তায়ালার জন্য একনিষ্ঠ মনে ইবাদতের নিয়ত করতে হবে।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের ইচ্ছা থাকতে হবে। হজ পালনের সময় অবশ্যই আল্লাহ তায়ালার পবিত্রতা ও সম্মানের প্রতি খেয়াল রাখতে হবে।

 

এসময় আল্লাহ তায়ালার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক হজের সময় গুনাহ এবং খারাপ কাজ থেকে বিরত থাকা জরুরি বলেও উল্লেখ করেন সৌদির প্রধান মুফতি।

 

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

১৯ লাখ টাকা বেতনে কর্মী নিবে জাইকা

১৯ লাখ টাকা বেতনে কর্মী নিবে জাইকা Apply Online Here জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে …

Apply Online Here