এনএসআই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

এনএসআই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ PDF [ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স]

 

। ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত –

ক. গল্প খ. নাটক গ. উপন্যাস ঘ. কবিতা

উত্তর: গ. উপন্যাস

২। ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি কে লিখেছেন?

ক. হুমায়ূন আহমেদ খ. সৈয়দ ওয়ালীউল্লাহ গ. রশীদ করিম ঘ. আবুল ফজল

উত্তর: খ. সৈয়দ ওয়ালীউল্লাহ

৩। ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. বাংলাদেশ স্বপ্ন দেখে খ. বন্দী শিবির থেকে গ. বিধ্বস্ত নীলিমা ঘ. নিজ বাসভূমে

উত্তর: খ. বন্দী শিবির থেকে

৪। ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ – এই গানটির রচয়িতা কে?

ক. আব্দুল লতিফ গ. আলতাফ মাহমুদ খ. নজরুল ইসলাম বাবু ঘ. গোবিন্দ হালদার

উত্তর: ক. আব্দুল লতিফ

৫। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক. আমি ভাত খাচ্ছি খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব

গ. আমি দুপুরে ভাত খাই ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

উত্তর: ক, গ [ক. আমি ভাত খাচ্ছি + গ. আমি দুপুরে ভাত খাই

৬। সিক্ত নীলাম্বরী- রেখাঙ্কিত পদের নাম কী?

ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া

উত্তর: ক. বিশেষ্য

৭। ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি’ এটি কোন ধরনের বাক্য?

ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ. খণ্ড

উত্তর: খ. জটিল

৮। কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?

ক. নাচন খ. কেষ্টা গ. স্থান ঘ. শুনানি

উত্তর: খ. কেষ্টা

৯। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

ক. বাক্ + দান = বাগদান খ. উৎ + ছেদ = উচ্ছেদ

গ. পর + পর = পরস্পর ঘ. সম + সার = সংসার

উত্তর: গ. পর + পর = পরস্পর

১০। ‘লবণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ –

ক. লে + অন খ. লো + অন গ. লব + অন ঘ. ল + বন

উত্তর: খ. লো + অন

১১। ‘অধর পল্লব’ কোন সমাসের উদাহরণ?

ক. তৎপুরুষ খ. বহুব্রীহি গ. কর্মধারয় ঘ. দ্বন্দ্ব

উত্তর: গ. কর্মধারয়

১২. “ব্যায়ামে শরীর ভালো থাকে” এ বাক্যে ‘ব্যায়ামে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে ৭মী খ. কর্মে ৭মী গ. অপাদানে ৭মী ঘ. অধিকরণে ৭মী

উত্তর: ক. করণে ৭মী

১৩. ‘যা অধ্যয়ন করা হয়েছে – এক কথায় কি হবে ?

ক. পঠিত খ. অধীত গ. অধ্যয়িত ঘ. অধ্যায়িত

উত্তর: খ. অধীত

১৪. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে –

ক. অচিন্তনীয় খ. ভূতপূর্ব গ. অবিমৃষ্যকারী ঘ. অভাবনীয়

উত্তর: গ. অবিমৃষ্যকারী

১৫. ‘Editor’ শব্দের সঠিক পরিভাষা কোনটি?

ক. সম্পাদকীয় খ. সম্পাদক গ. নির্বাচক ঘ. সাংবাদিক

উত্তর: খ. সম্পাদক

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

পোস্টমাস্টার জেনারেলে পরীক্ষার ফলাফল ২০২৩

পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল চট্টগ্রাম, এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ- ৩০/০৮  চুড়ান্ত ফলাফল   …

Apply Online Here