জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ ও নম্বরপত্র বিতরণ সংক্রান্ত নোটিশ প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ ও নম্বরপত্র বিতরণ সংক্রান্ত নোটিশ প্রকাশ

➤২০১৯ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা পরীক্ষার সনদ ও নম্বরপত্র,

➤ ২০১৪ ও ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার নম্বরপত্র,

➤ ২০১৭ ও ২০১৮ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স(পুরাতন সিলেবাস) বিশেষ পরীক্ষার সনদ ও নম্বরপত্র,

➤ ২০১৬,২০১৭ ও ২০১৮ সালের অনার্স(বিশেষ) পরীক্ষার সনদ ও নম্বরপত্র কলেজ প্রতিনিধির নিকট বিতরণ করা হবে। এছাড়া,

➤ ২০১৮ সালে অনার্স, ডিগ্রী পাস এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সনদপত্র যেসকল কলেজ এখনো গ্রহণ করে নাই তাদেরকেও সনদ ও নম্বরপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট কলেজের প্রাধিকার প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে আগামী ০৭/০৬/২০২১ তারিখ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সনদ শাখা হতে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

✅ উল্লেখ্য,আগামী ০৭/০৬/২০২১ তারিখে থেকে কলেজ প্রতিনিধি নম্বরপত্র বিশ্ববিদ্যালয়ের সনদ শাখা থেকে গ্রহণের পর, শিক্ষার্থীরা কলেজ থেকে পরীক্ষার সনদ ও নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন।

 

পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন: Onlinebartabd.com

 

About Mehedi Hasan

I am Mehedi Hasan. I love writing and sharing on new articles. Stay with me to get the latest new information.

Check Also

nu

অনার্স ৪র্থ বর্ষের সংশোধিত রুটিন ২০২৩

🔥অনার্স ৪র্থ বর্ষের রুটিন পরিবর্তন🔥   ২০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের(২০১৭-১৮) …

Leave a Reply

Apply Online Here