অনার্স ১ম বর্ষ রেজাল্ট দেখার নিয়ম

যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ হয় তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলো ওয়েবসাইট সার্ভার ডাউন হয়। অর্থাৎ শিক্ষার্থীরা শতবার চেষ্টা করার পরেও ফলাফল দেখতে পারেন না। ফলে তারা বিরক্ত প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের উপর।

 

তবে কিছু টেকনিক অবলম্বন করলে খুব সহজে ফলাফল পাওয়া যায় যেমন আপনি মেসেজের মাধ্যমে ফলাফল খুব সহজে পেতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে ওয়েবসাইটে মাধ্যমে।

 

এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখুনঃ NU [space] H1 [space] Roll_no Send SMS to 16222 Example: NU H1 8342324 বলে রাখা ভালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখার জন্য দুটি ওয়েবসাইট ছিল কিন্তু বর্তমানে সেটি একটি রূপান্তরিত করা হয়েছে।

 

ফলে সার্ভার সমস্যা আগের থেকে অনেক বেড়ে গেছে। তবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে অনার্সে ক্লিক করার পরে প্রথম বর্ষে ক্লিক করে রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা বসিয়ে এবং ক্লিক করতে হবে তাহলে আপনি ফলাফল পেয়ে যাবেন।

 

রেজাল্ট দেখের ওয়েবসাইট লিংকঃ http://results.nu.ac.bd/index_cp.php রেজাল্ট প্রকাশের নোটিশ দেওয়ার পরপরই সার্ভার ডাউন হয়ে যায় এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্মগত সমস্যা! এত চাপ এনইউর সার্ভার নিতে পারে নাহ। অনার্সে ১ম বর্ষের ফলাফল শুধুমাত্র ওয়েবসাইটে দেখা যাচ্ছে। ধৈর্য্য রেখে রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইটে ট্রাই করতে থাকুন।

 

এইবার মেসেজ পাঠিয়ে ফলাফল দেখা যাচ্ছে নাহ! তাই টাকা নষ্ট হবে। শীগ্রই শুধুমাত্র রেজিষ্ট্রেশন নং দিয়ে ফলাফল দেখার ২য় ওয়েবসাইট সার্ভার উন্মুক্ত করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। ধৈর্য্য রেখে অপেক্ষা করুন।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

nu

National University Masters Result 2023

National University Masters Result প্রিলিমিনারী টু মাস্টার্স(২০১৮-১৯) পরীক্ষার পুনঃনিরীক্ষণের(Recheck) ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করলো এনইউ।   …

Apply Online Here