মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ বজরুল রশিদ বলেন, আগামী শুক্র ও শনিবার রাজধানী ঢাকায় বৃষ্টি হতে পারে।

 

এর আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।তিনি বলেন, আজ (মঙ্গলবার) ও আগামীকাল (বুধবার) ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

এদিকে, আজও (মঙ্গলবার) সিলেটে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ। কী পরিমাণ বৃষ্টি হতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, খুবই সামান্য। এখনো নিশ্চিত হয়ে কিছু বলা যাবে না।

 

এদিকে সকালে ফেসবুকে এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, মঙ্গলবার আবারও দেশের অনেক জেলায় গতকালের (সোমবার) সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্ধ্যার পর থেকে মধ্যরাতের মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

 

তিনি আরও জানান, মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় নিচে উল্লেখিত সর্বোচ্চ তাপমাত্রা ওঠার প্রবল আশঙ্কা রয়েছে।

 

১. রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়ায় ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

 

২. কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এবং রংপুর বিভাগের সব জেলায় ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

 

৩. খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

 

৪. বরিশাল বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

 

৫. চট্টগ্রাম জেলা ও পার্বত্য চট্টগ্রামের সব জেলায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

 

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

হারমানপ্রীতের শাস্তি চাইলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

হারমানপ্রীতের শাস্তি চাইলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার Apply Online Here বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি থেকে …

Apply Online Here