বিসিএস ক্যাডার চয়েস

বিসিএস ক্যাডার চয়েস
একজন গতকাল আমাকে প্রশ্ন করেছে যদি জেনারেল ও প্রফেশনাল ক্যাডার আলাদা হিসাব করা হয় তাহলে ক্যাডার দেয় কীভাবে?

একটা উদাহরণ দিয়ে সহজে বুঝিয়ে দিই-

ধরেন, মেহেদী হাসান মিরাজ বোথ এ এপ্লাই করেছে। তার ক্যাডার চয়েজ এরকম-
১. পররাষ্ট্র
২. প্রশাসন
৩. পুলিশ
৪. কাস্টমস
৫. ট্যাক্স
৬. অডিট
৭. শিক্ষা
৮. খাদ্য
৯. সমবায়

সে মোট ১১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিয়েছে। এরমধ্যে ধরেন সে জেনারেল এর ৯০০ ( বাংলা ২০০, ইংরেজি ২০০, বাংলাদেশ বিষয়াবলী ২০০, আন্তর্জাতিক ১০০, বিজ্ঞান ১০০, গণিত ১০০) এর মধ্যে ৫৩০ পেয়েছে।

আবার প্রফেশনাল ৯০০ এর মধ্যে ( বাংলা ১০০, ইংরেজি ২০০, বাংলাদেশ বিষয়াবলী ২০০, আন্তর্জাতিক ১০০, গণিত ১০০, প্রফেশনাল বিষয়ক ২০০) এর মধ্যে ৫৪০ পেয়েছে।

ধরলাম সে ভাইভাতে, ১৫০ পেয়েছে। তাহলে মেহেদী হাসান মিরাজ এর জেনারেল এ মোট নম্বর ৫৩০+১৫০= ৬৮০ নম্বর এবং প্রফেশনাল এ মোট নম্বর ৫৪০+১৫০= ৬৯০ নম্বর।

এবার প্রথমে, জেনারেল বিবেচনা করবে। জেনারেল এ ৬৮০ এর বেশি যারা পেয়েছে তাদের ইতোমধ্যে বিবেচনা করা শেষ। এখন মিরাজ এর সিরিয়াল। তার চয়েজ-
১. পররাষ্ট্র
২. প্রশাসন
৩. পুলিশ
৪. কাস্টমস
৫. ট্যাক্স
৬. অডিট
৭. শিক্ষা
৮. খাদ্য
৯. সমবায়

প্রথমে দেখবে পররাষ্ট্র। খালি থাকলে সে পাবে। না থাকলে প্রশাসন দেখবে। খালি থাকলে পাবে, না থাকলে পুলিশ দেখবে। এভাবে দেখতে থাকবে। এখানে শিক্ষা দেখবে না। ধরেন সে, অডিট পেলো জেনারেল ক্যাডারে।

এরপর দেখবে, প্রফেশনাল। এখানে তার নম্বর ৬৯০। মনে করি, এখানে পদ খালি আছে। সে এখানে শিক্ষা পেয়েছে।

এবার দেখবে, শিক্ষা আর অডিটের মধ্যে কোনটা চয়েজ এ আগে। যেহেতু অডিট আগে সুতরাং মেহেদী হাসান মিরাজ অডিট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবে।

আবার মনে করেন সে জেনারেল এ খাদ্য পেয়েছে, প্রফেশনাল এ শিক্ষা। চয়েজ লিস্টে এ দুটির মধ্যে শিক্ষা আগে। সুতরাং সে শিক্ষা ক্যাডার পাবে এখানে।

সবার জন্য শুভকামনা।
– Jonayed Hossain
সহকারী কর কমিশনার

Collected post

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

৪৫ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি 2022

৪৫ তম বিসিএস (BCS) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ৪৫ তম বিসিএস (BCS) এর সম্প্রতি  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১২-১২-২০২২ থেকে । আবেদন করা যাবে ৩১-১২-২০২২ পর্যন্ত।   …

Leave a Reply

Apply Online Here