প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে নিলে নিশ্চিত পাশ করবেনঃ

 

(সফল হওয়ার জন্য অনিয়মিত বেশি পড়ার চেয়ে নিয়মিত অল্প অল্প করে পড়া ভালো। তাই প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও বই নিয়ে বসুন।)

প্রস্তুতির জন্য প্রথমেই একটি প্রাইমারি প্রশ্নব্যাংক কিনে গত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়ে ফেলুন। প্রশ্ন সম্পর্কে ধারণা হবে। এরপরে শুরু করুন বিষয়ভিত্তিক প্রস্তুতি।

 

১)বাংলা গ্রামার ও সাহিত্যঃ

_______________________

 

বাংলা বিষয়ে প্রস্তুতির জন্য নবম–দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই (পুরাতন ও নতুন সংস্করণ) পড়তে হবে। এ বইয়ের ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগ্​ধারা ও এককথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার উক্তি উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন থাকতে পারে।

 

বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এ জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড বইয়ের লেখক পরিচিতি ও সাধারণ জ্ঞান বইয়ের সাহিত্যিক পরিচিতি অংশ পড়লে সুবিধা হবে।

 

যাঁরা শর্টকাট প্রস্তুতি নিতে চান:

 

তাঁরা সন্ধি, বিপরীত শব্দ , সমার্থক শব্দ, শুদ্ধ বানান , এককথায় প্রকাশ, সমাস, বাগ্​ধারা, কারক-বিভক্তি, ছদ্মনাম/উপাধি, দ্বিরুক্ত শব্দ, ধ্বনি, বর্ণ, বাক্য (সরল, জটিল, যৌগিক) ও পদ নির্ণয় পড়তে পারেন।

 

২)গণিতঃ

________

 

যাঁদের গণিতের বেসিক বেশি ভালো নয়, তাঁরা পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত গণিতের বইগুলো অনুশীলন করতে পারেন। পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভ–ক্ষতি, ভগ্নাংশ, বীজগণিতের সাধারণ সূত্রাবলি থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফলাফল বের করার অনুশীলন করতে হবে। জ্যামিতিতে ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ বেশি করে পড়তে হবে।

 

যাঁরা শর্টকাট প্রস্তুতি নিবেন তাঁদের জন্য:

 

দশমিকের (যোগ, বিয়োগ, গুণ, ভাগ), শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য), অনুপাত, সমানুপাত, সংখ্যা পদ্ধতি, বীজগাণিতিক মান নির্ণয়, উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয়, ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অঙ্কসমূহ, সরলরেখা, ধারা, গাছের উচ্চতা/মিনারের উচ্চতা/মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি কোণ ইত্যাদি। জ্যামিতিক অংশের অনুশীলনীর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ-নবম শ্রেণির বোর্ড বইয়ের জ্যামিতিক অংশ অনুশীলন করলে পরীক্ষায় ভালো করা সম্ভব।

 

৩)ইংরেজি গ্রামারঃ

________________

 

ইংরেজি বিষয়ের গ্রামার অংশের ২০টি প্রশ্নের জন্য রাইট ফর্ম অব ভার্বস, টেনস, প্রিপজিশন, পার্টস অব স্পিচ, ভয়েস, ন্যারেশন, স্পেলিং, বাক্য সংশোধনের নিয়ম জানতে হবে। গ্রামার বইয়ের উদাহরণ থেকে অনুশীলন করতে হবে। বিভিন্ন ধরনের ইংরেজি বাগ্​ধারা, সমার্থক শব্দ ও বিপরীত শব্দ মুখস্থ করতে হবে। ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসতে পারে, সে ক্ষেত্রে idiom and phrase অংশের অনুবাদগুলো দেখতে পারেন। সহায়ক বই হিসেবে বাজারের চাকরি প্রস্তুতির যেকোনো একটি ইংরেজি গ্রামার বইয়ের সাহায্য নিতে পারেন।এক্ষেত্রে Classroom English grammar বইটি বেশ গোছানো একটি বই।

 

৪)সাধারণ জ্ঞানঃ

_____________

এটি মূলত ৪ টি অংশে বিভক্ত।নিচে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

ক)বাংলাদেশ বিষয়াবলিঃ

 

বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব থেকে প্রশ্ন বেশি আসে। বাংলাদেশ অংশে ভারতীয় উপমহাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসে।

এজন্য নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বাংলাদেশ ও বিশ্বসভ্যতার ইতিহাস বই দুটি হতে পারে অনন্য সহায়ক।পাশাপাশি নবম -দশম শ্রেণির ভুগোল ও পরিবেশ বইটিও অবশ্যই পড়তে হবে।

 

খ)আন্তর্জাতিক বিষয়াবলিঃ

 

আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে। এ ছাড়া ভৌগোলিক উপন্যাস, সীমারেখা, প্রণালি, দ্বীপ, সাগর, মহাসাগর, চুক্তি, সম্মেলন, আন্তর্জাতিক দিবস ও জাতিসংঘ ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিতে হবে।

 

গ)সাধারণ বিজ্ঞানঃ

 

সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি ও ভিটামিন থেকে ২/৩ টি প্রশ্ন আসতে পারে। বিজ্ঞান বিষয়ের জন্য পঞ্চম-নবম শ্রেণির এনসিটিবির বিজ্ঞান বই অনুশীলন করলে সর্বোচ্চ নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

ঘ)কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ

 

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে ১/২ টি বেসিক প্রশ্ন করা হয়।এজন্য নবম -দশম শ্রেণির কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বইটি দেখলেই হবে।

 

সবার জন্য অনেক অনেক শুভকামনা

 

_____________________________

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাটিগণিতের সাজেশন ২০২৩

#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_পরীক্ষার পাটিগণিত সাজেশন। এখান থেকে যে কোন ধাপের প্রাইমারি পরীক্ষায় ৮টি থেকে ৯টি হুবহু কমন …

Leave a Reply

Apply Online Here