জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভর্তি পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভর্তি পদ্ধতি

➤অনার্স ভর্তির প্রাথমিক আবেদন চলবে ৮ জুন থেকে ২১শে জুন পর্যন্ত।

➤ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে।

➤প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে

i) ৪র্থ বিষয়সহ SSCHSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% .
ii) প্রয়োজন হলে SSCHSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%.
iii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।

➤জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি  ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত জরুরী লিংকসমূহঃ
অনলাইনে আবেদনের ওয়েবসাইট এর ঠিকানাঃ http://www.nu.ac.bd/admissions

➡Admission Notice :
http://www.nu.ac.bd/admission-notice.php

আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হলে শিক্ষার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিঃদ্রঃ আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। ১ বারের বেশি Cancel করা যাবেনা। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না।

➤ভর্তি ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ
আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সঙ্গে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

উল্লেখ্য, প্রাথমিক আবেদন নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না। কলেজে আবেদন পত্র  জমা দেয়ার পরে প্রার্থী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে।

➤জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফলঃ
মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে। ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে। যেমনঃ
১ম মেধাতালিকা।
২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেশন।
কোটা ও ও মাইগ্রেশন এর মেধাতালিকা।
রিলিজ স্লিপ এর আবেদন
এবং রিলিজ স্লিপ এর মেধাতালিকা।

ধন্যবাদ।

-আতিক

 

National University Honors Admission Procedure

Search People also:

 

 

national university honors gpa, national university honors requirements, national university honors result 2021, National University Honors Admission Procedure, Bangladesh national university news, National University honors, Honors news 2021, University honors, Honors 2021, national University news 2021,

About Mehedi Hasan

I am Mehedi Hasan. I love writing and sharing on new articles. Stay with me to get the latest new information.

Check Also

nu

অনার্স ৪র্থ বর্ষের সংশোধিত রুটিন ২০২৩

🔥অনার্স ৪র্থ বর্ষের রুটিন পরিবর্তন🔥   ২০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের(২০১৭-১৮) …

Leave a Reply

Apply Online Here