প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২২ কবে? জানালো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল সোমবার
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগের রেজাল্ট নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে প্রকাশের কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
সম্প্রতি (২২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের রেজাল্ট প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক নিয়োগ ফলাফল প্রকাশের আপডেট খবর হচ্ছে, ২৮ নভেম্বর সোমবার এই ফল প্রকাশ হতে পারে।
শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল বুয়েটের মাধ্যমে তৈরী করা হচ্ছে। দেশের ৬২ জেলায় আয়োজিত মৌখিক পরীক্ষার ফলাফল বুয়েটে পাঠানো হয়েছে।
২৪ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা থাকলেও, কাজ শেষ করতে দেরি হওয়ায় নভেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক নিয়োগের পদ সংখ্যা বাড়ছে না। পদ সংখ্যা বাড়াতে গেলে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসতে হবে। সেটি আসেনি বলে পদ বাড়ছে না।
তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক অধিদপ্তর থেকে, প্রাথমিকের নিয়োগ রেজাল্টের তারিখ সম্পর্কে দাপ্তরিকভাবে কোন তথ্য প্রকাশ করা হয়নি।
আমরা এ বিষয়ে দাপ্তরিকভাবে কোন তথ্য প্রকাশ হলে, আমরা দ্রুত তা জানিয়ে দিব। তাই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফলাফল জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।