এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
আগামী বছরের (২০২২ সাল) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। এই Syllabus অনুসারে ১৫০ দিনের পাঠদান শেষে এস এস সি পরীক্ষা নেওয়া হবে। আর এইচ এস সি পরীক্ষা নেওয়া হবে ১৮০ দিন পাঠদান শেষ করে।
আজ শুক্রবার (২৮ মে) সকালে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়। গত বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের ঘোষণা দেন ডা. দীপু মনি (শিক্ষামন্ত্রী)। এর পরই সিলেবাস দুটি আজ প্রকাশ করল ঢাকা বোর্ড।
দীপু মনি বলেছিলেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত আকারে সিলেবাস তৈরি করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনে শেষ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৮০ দিনে শেষ করার মতো করে এ সিলেবাস তৈরি করা হয়।
Search people also:
Ssc syllabus 2021, hsc syllabus 2021 news, ssc news 2021, hsc short syllabus 2021, ssc syllabus short 2021, short syllabus 2021, hsc news 2021, ssc new short syllabus 2021, ssc new syllabus, 2021 syllabus SSC, hsc syllabus HSC