মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২২

 

SSC Result 2022 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি রেজাল্ট

SSC Result 2022 with Marksheet: ২০২২ সালের মার্কশীট (নাম্বার) সহ এসএসসি ফলাফল মোবাইল ও অনলাইন পেতে educationboardresults.gov.bd ওয়েবসাইট ব্রাউজ করুন।

 

SSC Result 2022 with Marksheet: মোবাইল ও অনলাইনে মার্কশীট (নাম্বার) সহ এসএসসি ফলাফল ২০২২

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এক পরীক্ষা। একজন শিক্ষার্থী ১০ বছর লেখাপড়া করে এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষের নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড রেজাল্ট প্রকাশ করে। রেজাল্ট প্রকাশের পর মোবাইল এসএমএস ও অনলাইনে ঘরে বসে পরীক্ষার্থীরা পরীক্ষার রেজাল্ট জানতে পারে।

 

আলোচ্য লেখায় ২০২২ সালের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম বর্ণনা করা হবে। এর সাথে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের এসএসসি সমমান রেজাল্ট দেখার নির্দেশনাও জানা যাবে।

 

এছাড়া, সকল বোর্ডের ফলাফল পরবর্তী উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন ও ফলাফল দেখার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে, লেখাটি মনোযোগ সহকারে পড়ুন।

 

আরো জানুন:

 

HSC Result 2022: এইচএসসি রেজাল্ট ২০২২ (মার্কশীট সহ দেখুন)

 

SSC Result 2022: এসএসসি ও সমমান রেজাল্ট প্রকাশের তারিখ

২০২২ সালের এসএসসি-দাখিল ও সমমান রেজাল্ট এখনো প্রকাশ করা হয়নি। পরীক্ষার শেষের দুই মাসের মধ্যে এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের কথা আছে।

 

সে হিসাবে, নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে এসএসসির সমমান ফলাফল প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

 

এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ২০২২ (SSC Result 2022)

রেজাল্ট প্রকাশের পর মোবাইল ও অনলাইনে এসএসসি, দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি সমমান ফলাফল পাওয়া যাবে।

 

প্রি-রেজিস্ট্রেশন শিক্ষার্থীদের এমএসসি ফলাফল প্রকাশমাত্রই মোবাইলে ফলাফল প্রেরণ

যে সব পরীক্ষার্থী পূর্ব থেকে মোবাইলে প্রি-রেজিষ্ট্রেশন করে রাখে, তারা ফলাফল প্রকাশমাত্রই মোবাইল এসএসএস এর মাধ্যমে গ্রেড ভিত্তিক ফলাফল পৌঁছে যায়। তবে অনলাইনে খুব সহজে নম্বরপত্র সহ মোট প্রাপ্ত নম্বর জানা যায়। (নিচের অনুচ্ছেদগুলো পড়ুন)

 

আরো পড়ুন:

 

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

 

BD Education Board Address: শিক্ষা বোর্ড ওয়েবসাইট, ইমেইল, ফোন নম্বর

 

এসএসসি ফলাফল ২০২২ (মার্কসীট সহ) কোন কোন মাধ্যমে পাওয়া যাবে?

SSC Result 2022 – এসএসসি ও সমমান ফলাফল মোবাইল এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। এসএসসি ফলাফল প্রকাশ হওয়া মাত্র মোবাইল এসএমএস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। যে কোন মোবাইল অপারেটর থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে দ্রুত ফলাফল জানা যাবে।

 

এসএসসি, দাখিল ও কারিগরি সমমান ফলাফল ইন্টারনেটে পাওয়া যাবে। ফলাফল প্রকাশ মাত্র Education Board Results এর দাপ্তরিক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd তে ফলাফল পাওয়া যাবে। এখানে প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত এসএসসি ফলাফল গ্রেড ও পূর্ণ মার্ক সীট সহ দেখা যাবে।

 

এসএসসি ফলাফল সকল কেন্দ্র, উপজেলা, জেলা সহ প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল একসাথে জানা যাবে www.eboardresults.com ওয়েবসাইটে।

 

WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS নামক ইন্টারনেট অ্যাপস এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল সহ গোটা প্রতিষ্ঠান, উপজেলা ও জেলার বিশ্লেষায়িত ফলাফল পাওয়া যাবে।

 

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে Education Board Results এর মোবাইল অ্যাপসে এসএসসি ফলাফল পাওয়া যাবে।

 

মোবাইল অ্যাপসের মাধ্যমে ফলাফল পেতে হলে, মোবাইলে উক্ত অ্যাপসটি গুগল প্লে সেন্টার থেকে ডাউনলোড করতে হবে। অ্যাপসটি বিনামূল্যে ডাউনলোড করা যায়।

 

SSC Result 2022 By Mobile SMS With Marksheet

মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে এসএসসি ও সমমান ফলাফল পেতে মোবাইল ফোনের এসএমএস অপশনে যেতে হবে। তারপর-

 

প্রথমত লিখতে হবে পরীক্ষার নাম ইংরেজীতে। যেমন: SSC এরপর একটি স্পেস দিতে হবে।

দ্বিতীয়ত লিখতে হবে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে। যেমন: রাজশাহী হলে RAJ । এরপর আরেকটি স্পেস দিতে হবে।

তৃতীয়ত লিখতে হবে ইংরেজী সংখ্যায় পরীক্ষার্থীর রোল নম্বর। যেমন-321245, তারপর স্পেস দিন।

চতুর্থত লিখতে হবে ইংরেজীতে পরীক্ষার বছর। যেমন: 2022

এবার যে কোন মোবাইল অপারেটর থেকে 16222 নম্বরে পাঠিয়ে দিন।

নিচে রাজশাহী শিক্ষা বোর্ডের এক পরীক্ষার্থীর একটি নমুনা ম্যাসেজ দেখুন।

 

উদাহরণ: SSC<স্পেস>RAJ<স্পেস>321245<স্পেস>2022 Send to 16222

 

DAKHIL Result 2022 By Mobile SMS With Marksheet

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য প্রথমে ম্যাসেজ অপশনে DAKHIL লিখে একটি স্পেস দিন। এবার মাদ্রাসা বোর্ড নাম এর প্রথম তিনটি অক্ষর লিখে স্পেস দিন। এরপর ইংরেজী সংখ্যায় পরীক্ষার্থীর রোল নম্বর লিখে একটি স্পেস দিন। সবশেষে পরীক্ষার বছর লিখুন।

 

ম্যাসেজ লিখা শেষ হলে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

 

উদাহরণ: DAKHIL<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2022 Send to 16222

 

SSC (TEC) Result 2022 By Mobile SMS With Marksheet

কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি সমমান পরীক্ষার ফলাফল পেতে নিচের নমুনা ম্যাসেজ দেখুন।

 

উদাহরণ: SSC<স্পেস>TEC<স্পেস>321245<স্পেস>2022 Send to 16222

 

এখানে সকল শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর সকলের সুবিধার্থে দেওয়া হলো-

 

ঢাকা শিক্ষা বোর্ড: DHA

চট্রগ্রাম শিক্ষা বোর্ড: CHI

রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ

যশোর শিক্ষা বোর্ড: JES

সিলেট শিক্ষা বোর্ড: SYL

কুমিল্লা শিক্ষা বোর্ড: COM

দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN

বরিশাল শিক্ষা বোর্ড: BAR

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN

মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD

কারিগরি শিক্ষা বোর্ড: TEC

SSC Exam Result 2022 With Marksheet- নম্বর সহ এসএসসি সমান ফলাফল

এসএসসি ফলাফল ইন্টারনেটে পেতে, আপনাকে Education Board Results এর ওয়েবসাইটে যেতে হবে।

 

ওয়েবসাইটের ঠিকানা www.educationboardresults.gov.bd।

আপনার মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারে ঠিকানাটি লিখে, শিক্ষা বোর্ডের ফলাফল অনুসন্ধান পাতায় যেতে হবে। শিক্ষা বোর্ডের ফলাফল অনুসন্ধান পাতা ওপেন হলে নিচের ছবির মত একটি পাতা দেখতে পাবেন।

 

এখানে প্রয়োজনীয় তথ্য লিখে ও সিলেক্ট বাটনে নির্বাচন করে Submit বাটনে ক্লিক করলে ফলাফল পাওয়া যাবে। নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন।

 

SSC Result 2021 With Marksheet Education Board Result Gov BD

 

Examination: এই সিলেক্ট বক্সে ক্লিক করে পরীক্ষার নাম নির্বাচন করুন। যেমন: SSC/Dakhil/Equevalant

Year: এখানে পরীক্ষার বছর নির্বাচন করুন। যেমন: 2022

Board: এখানে যে বোর্ড থেকে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে সে বোর্ডের নাম নির্বাচন করুন। যেমন: Rajshahi। (মাদ্রাসা ও কারিগরি বোর্ড হলে তা নির্বাচন করুন)।

Roll: এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। যেমন: 321245

Reg: No: এখানে পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন নম্বর লিখুন।

যোগফল নির্ণয়: এখানে দুটি ইংরেজী সংখ্যা দেওয়া থাকবে। সংখ্যা দুটির যোগফল ডানের বক্সে ইংরেজী সংখ্যায় লিখুন।

পরীক্ষার্থীর পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে, সব শেষে নিচের Submit বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন আপনার কাঙ্খিত এসএসসি ফলাফল দেখতে পাবেন।

 

ফলাফল এর দিন বাংলাদেশে যেহেতু একযোগে সকল শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশিত হয়, সেহেতু ফলাফলের দিন ইন্টারনেট সার্ভার ব্যস্ত থাকে। তাই ফলাফল পেতে সমস্যা হতে পারে। এক্ষেত্রে ধৈর্য না হারিয়ে বার বার চেষ্টা করতে থাকুন।

 

Institution SSC Result 2022 With Grade Point প্রতিষ্ঠান ও কেন্দ্রের ফলাফল

Institution SSC Result 2021 (With Grade Point) পেতে আপনাকে, WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS এর ওয়েবসাইটে যেতে হবে।

 

ওয়েবসাইটের ঠিকানা: www.eboardresults.com

আপনার মোবাইল অথবা কম্পিউটারে ব্রাউজারে ঠিকানাটি লিখে ফলাফল পাতায় যান।

 

SSC/HSC/JSC/Equivalent লেখা প্রথম অপশনটিতে ক্লিক করে পরের পাতায় যান।

 

এবার নিচের ছবির মত একটি পাতা দেখতে পাবেন। এখানে পরীক্ষার সকল তথ্য লিখে ও নির্বাচন করে সবশেষে Get Result বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন। নিচের নির্দেশনাসমূহ লক্ষ্য করুন।

 

SSC Result 2021 with Marksheet Eboard Results

 

Examination: এখানে পরীক্ষার নাম নির্বাচন করুন।

Year:এখানে পরীক্ষার বছর 2022 নির্বাচন করুন।

Board: এখানে বোর্ডের নাম নির্বাচন করুন।

Result Type: এখানে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল পেতে রেজাল্ট টাইপ Individual নির্বাচন করুন। আর গোটা প্রতিষ্ঠানের ফলাফল পেতে Institution Result নির্বাচন করুন। পরীক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল পেতে পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, আর প্রতিষ্ঠানের তথ্য পেতে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য দিন। এখানে পরীক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল অপশনটি নির্বাচন করা হয়েছে।

Roll: এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।

Registration (Optional): এটা ঐচ্ছিক। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিতে পারেন। আবার না দিলেও চলবে। প্রাপ্ত নম্বর দেখতে অবশ্যই রেজিঃ নম্বর দিন।

Security Key: এই অংশে কয়েকটা আঁকাবাঁকা ইংরেজী অক্ষর দেখতে পাবেন। এগুলো ভালোভাবে দেখে ডানের ফাঁকা বক্সেলিখতে হবে। এগুলো ভুল হলে এরর ম্যাসেজ দেখাবে। তাই সতর্ক থাকুন।

Get Result: সকল তথ্য সঠিকভাবে নির্বাচন ও লিখে সবশেষে Get Result বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত এসএসসি ফলাফল।

SSC Result 2022 with Marksheet- মার্কসীট সহ বা গ্রেড পয়েন্ট ভিত্তিক এসএসসি ফলাফল দ্রুত ও সহজে পেতে, উপরের নির্দেশীত পন্থাগুলোর একটি অনুসরণ করুন।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

এসএসসি ফল পুনঃনিরীক্ষণ আবেদন ২০২২

এসএসসি ফল পুনঃনিরীক্ষণ আবেদন ২০২২।আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে Rsc লিখে Space দিয়ে বোর্ডের …

Leave a Reply

Apply Online Here