২৩০৯ পদ নিয়ে আসছে ৪৫তম বিসিএস

২৩০৯ পদ নিয়ে আসছে ৪৫তম বিসিএস

 এ মাসের শেষের দিকে আসছে নতুন একটি বিসিএস।

 

  • এই বিসিএস হবে ৪৫তম সাধারণ বিসিএস।
  • ক্যাডার পদ নির্দিষ্ট করা হলেও নন–ক্যাডারের পদ এখনো নির্দিষ্ট করা হয়নি।
  • এতে নিয়োগ পাবেন ৫৩৯ জন চিকিৎসক। সহকারী সার্জন ৪৫০ জন ও ডেন্টাল সার্জন নেওয়া হবে ৭৯ জন।
  •  শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন,
  • প্রশাসনে ২৭৪,
  • পুলিশে ৮০,
  • কাস্টমসে ৫৪,
  • আনসারে ২৫,
  • কর–এ ৩০ জন ও
  • পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জন ক্যাডার নিয়োগ করা হবে।
  • বর্তমানে পিএসসিতে তিনটি বিসিএসে নিয়োগের প্রক্রিয়া চলছে
  • পিএসসির আশা, আগামী বছরেই ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএস শেষ হবে

 

Source: https://www.prothomalo.com/chakri/employment/ruppbuha5x

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী ২০২৩

৪৫তম বি.সি.এস. (BCS) এর প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার সময়সূচী সংক্রান্ত নোটিশ- ১০/০৩  পরীক্ষার তারিখঃ ২০২৩ সালের …

Leave a Reply

Apply Online Here