তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস

এখন থেকে ইনকোর্স, তত্ত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস করবে। তত্বীয় ও ইনকোর্সে আলাদা আলাদা পাস করতে হবে না।

বিশ্ববিদ্যালয়ের ৯৪তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন।

 

কিন্তু এর আগে ইনকোর্সে ও তত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হতো।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

nu

অনার্স ৪র্থ বর্ষের সংশোধিত রুটিন ২০২৩

🔥অনার্স ৪র্থ বর্ষের রুটিন পরিবর্তন🔥   ২০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের(২০১৭-১৮) …

Leave a Reply

Apply Online Here