বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় নড়াইলের নাজিয়া হোসেন বৃষ্টি

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় নড়াইলের নাজিয়া হোসেন বৃষ্টি

নড়াইলের নাজিয়া হোসেনের সাফল্য বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় দ্বিতীয় বারের মতো স্থান করে নিয়েছে। নাজিয়া নড়াইল পৌরসভার কুড়িগ্রামের সাংবাদিক এম মুরাদ হোসেনের একমাত্র মেয়ে।

ইঞ্জিনিয়ার নাজিয়া হোসেন বৃষ্টি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক জন পি এ ইয়োনিডিসের সহযোগিতায় ১০ অক্টোবর বিশ্ববিখ্যাত পাবলিসার্স এলসোভিয়ার বিভিন্ন বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকা প্রকাশ করে।

 

বিজ্ঞানীদের প্রকাশনা, এসচ ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়। স্কোপস ইনডেক্সেড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপক্ষেত্রে শ্রেণীবন্ধ করে দুটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের এই তালিকায় ২০২০ সালে এবং গত ১০ অক্টোবর প্রকাশিত ২০২১ সালের তালিকায় স্থান পেয়েছেন।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

হারমানপ্রীতের শাস্তি চাইলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

হারমানপ্রীতের শাস্তি চাইলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার Apply Online Here বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি থেকে …

Leave a Reply

Apply Online Here