৫৮ হাজার শিক্ষক নিয়োগ বাতিল সম্পর্কে তথ্য

চিলে কান নিয়েছে ভেবে কেউ কানে হাত না দিয়ে চিলের দিকে দৌড় দিবেন না।

প্রাথমিকে ৫৮,০০০ পদ বাতিল করেছে/বড় নিয়োগ আসছে ইত্যাদি শিরোনামে শুধুমাত্র ফেসবুকেই অনেক গুজব রটে গেছে ইতিমধ্যে!

বিভিন্ন নীচু মানের প্রকাশনীগুলো তাদের বই বিক্রির কৌশল হিসেবে ৫৮,০০০+ বাতিল হয়েছে বা বড় নিয়োগ আসছে ইত্যাদি শিরোনামে গুজব ছড়িয়ে দিচ্ছে।

যেহেতু সার্কুলারে পদসংখ্যা উল্লেখ ছিল না তাই পদসংখ্যার বিষয়ে কোন কথার’ই ভিত্তি নেই।

বিঃদ্রঃ একটি বিষয় খেয়াল করবেন সবাই, এই নিয়োগে যদি ৫৮,০০০+ অথবা ৬০,০০০+ শিক্ষক দেশে প্রয়োজন হয় কিন্তু পূরণ করা না হয় তাহলে এরপরের নিয়োগেও পূরণ হবে না ১০০% নিশ্চিত।

কারণ নতুন পাশ করেছে বা আবেদন করবে এমন সংখ্যা এত বেশি নেই যে সেখানে লাখ লাখ মেধাবী বসে আছে!!!

মনে রাখবেন এবার যারা ভাইভা থেকে বাদ পরবে তারাই আগামি সার্কুলারে আবার আবেদন করবে এবং এরা নতুনদের থেকে মার্ক বেশি পেয়ে তখনও এগিয়ে থাকবে এটাও ১০০% নিশ্চিত; কারণ নতুনরা অভিজ্ঞদের সাথে পেরে উঠবে না এটা সবাইকে স্বীকার করতেই হবে। কিছু ব্যতিক্রম থাকবে যারা নতুন হয়েও বেশি নাম্বার পাবে তবে, সেটা ১% বেশি হবে না।

তাহলে কি দাঁড়ালো?

এই বাদ পরা প্রার্থীরা’ই কিন্তু নিয়োগ পাবে, দুই/তিন বছর পরে হলেও এরাই নিয়োগ পাবে।

তাহলে কী হলো! প্রাথমিকে মাঝখান থেকে বছরের পর বছর শিক্ষক সংকট রয়েই যাবে!

©️সংগৃহীত

❝যেটা জল, সেটাই পানি! আর গাধা নাকি জল পান করে ঘোলা করে।❞

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল     সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম …

Leave a Reply

Apply Online Here