অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ২০২২

২০২১ সালের অনার্স ১ম বর্ষ(২০২০-২১) পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

✅ সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে অধ্যক্ষ নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সীল দিয়ে রেজিস্টেশন নম্বর যাচাই করে শীগ্রই নোটিশ দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

*** প্রবেশপত্র গ্রহনের জন্য অবশ্যই স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন***

☢️ ইতিমধ্যে,২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।

◾পরীক্ষাসমূহ শুরু হবে ১৭/১০/২০২২ তারিখ থেকে।

◾ পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ১ঃ০০ থেকে শুরু হবে।

⚠️ বি_দ্রঃ এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০২০-২১ শিক্ষাবর্ষের নিয়মিত ২০১৯-২০, ২০১৮-১৯, ২০১৭-১৮,২০১৬-১৭, ২০১৫-১৬ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

nu

National University Masters Result 2023

National University Masters Result প্রিলিমিনারী টু মাস্টার্স(২০১৮-১৯) পরীক্ষার পুনঃনিরীক্ষণের(Recheck) ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করলো এনইউ।   …

Leave a Reply

Apply Online Here