জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রফেশনাল কোর্সসমূহে ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের করা যাবে ২০/০৯/২০২২ইং তারিখ বিকাল ৪ টা থেকে ১০/১০/২০২২ইং রাত ১২টা পর্যন্ত।
✅ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- টাকা সংশ্লিষ্ট কলেজে ১১/১০/২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
◾ বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের থেকে ২০১৭/২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ এবং ২০১৯/২০২০/২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
✅ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল কোর্সসমূহঃ
◼️ BBA- Bachelor of Business Administration
◼️ B.Ed- Bachelor of Education
◼️ BFA- Bachelor of Fine Arts
◼️ AMT- Apparel Manufacture and Technology
◼️ CSE- Computer Science and Engineering
◼️ FDT- Fashion Design and Technology
◼️ ECE- Electrical and Communication Engineering
◼️ KMT- Knit Manufacture and Technology
◼️ Aeronatical & Aviation Science
◼️ Library & Information Science
◼️ Theatre & Media Studies
⚠️ অনার্স প্রফেশনাল কোর্সসমূহ ইংরেজি ভার্সন ও সেমিস্টার ভিত্তিক হয়। প্রতি ৬ মাসে এক সেমিষ্টার হিসেবে টোটাল ৮ সেমিষ্টার সম্পন্ন করতে হবে।