ডিগ্রি ১ম বর্ষ(২০২১-২২) শ্রেণীর ভর্তি নির্দেশিকাঃ
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের তারিখঃ ১৮/০৯/২০২২ইং তারিখ বিকাল ৪টা থেকে ১১/১০/২০২২ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২/১০/২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।(আবেদনকৃত কলেজ নোটিশ অনুযায়ী ফি জমা দিতে হবে)
ভর্তির আবেদন যোগ্যতাঃ
বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে ২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি এবং ২০১৯/২০২০/২০২১ সালে এইচএসসি পাস করতে হবে।
সকল শাখার জন্য নূন্যতম জিপিএঃ (এসএসসি ২.০০ + এইচএসসি ২.০০)
এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে।
প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির কোর্স বরাদ্দ দেয়া হবে।একই প্রতিষ্ঠান/কলেজে একই কোর্সে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে
i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% .
ii) প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%.
iii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।
বি.দ্রঃ আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। ১ বারের বেশি Cancel করা যাবেনা। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না।মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে।
ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে।
১ম মেধাতালিকা
২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেশন
কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা
রিলিজ স্লিপ এর আবেদন এবং রিলিজ স্লিপ এর মেধাতালিকা
ডিগ্রি পাস(নিয়মিত) শ্রেণির কোর্সসমূহঃ
BA- Bachelor of Arts
BSc- Bachelor of Science
BBS- Bachelor of Business Study
BSS- Bachelor of Social Science
অনলাইনে আবেদন করার ওয়েবসাইট লিংকঃ http://app1.nu.edu.bd/index.php
***ডিগ্রি ১ম বর্ষের ভর্তি সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে গ্রুপের সাথেই থাকুন***