যশোর শিক্ষা বোর্ডে আগামীকাল এসএসসি বাংলা ২য় পত্রের MCQ পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে যশোর শিক্ষা বোর্ডে আগামীকাল এসএসসি বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা হবে না; শুধু সৃজনশীল হবে। ২০২২ সালের যশোর বোর্ডে এসএসসি (SSC) বাংলা ২য় পত্র এর (MCQ) পরীক্ষা স্থগিত। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে।

 

received-953822552093268

 

 

 

 

 

যশোর শিক্ষা বোর্ডে আগামীকাল এসএসসি বাংলা ২য় পত্রের MCQ পরীক্ষা স্থগিত

 

 

 

 

উপযুক্ত বিষয়ে জানানাে যাচ্ছে যে, অনিবার্য কারণবশতঃ আগামী ১৭-০৯-২০২২ খ্রি. তারিখ শনিবার অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা স্থগিত করা হলাে। উক্ত বিষয়ের শুধুমাত্র সৃজনশীল (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে (সময় : সকাল ১১ টা থেকে দুপুর ১২:৪০ মিনিট)।

 

বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানাে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

 

 

 

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

এসএসসি ফল পুনঃনিরীক্ষণ আবেদন ২০২২

এসএসসি ফল পুনঃনিরীক্ষণ আবেদন ২০২২।আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে Rsc লিখে Space দিয়ে বোর্ডের …

Leave a Reply

Apply Online Here