যশোর শিক্ষা বোর্ডে আগামীকাল এসএসসি বাংলা ২য় পত্রের MCQ পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে যশোর শিক্ষা বোর্ডে আগামীকাল এসএসসি বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা হবে না; শুধু সৃজনশীল হবে। ২০২২ সালের যশোর বোর্ডে এসএসসি (SSC) বাংলা ২য় পত্র এর (MCQ) পরীক্ষা স্থগিত। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে।

 

received-953822552093268

 

 

 

 

 

যশোর শিক্ষা বোর্ডে আগামীকাল এসএসসি বাংলা ২য় পত্রের MCQ পরীক্ষা স্থগিত

 

 

 

 

উপযুক্ত বিষয়ে জানানাে যাচ্ছে যে, অনিবার্য কারণবশতঃ আগামী ১৭-০৯-২০২২ খ্রি. তারিখ শনিবার অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা স্থগিত করা হলাে। উক্ত বিষয়ের শুধুমাত্র সৃজনশীল (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে (সময় : সকাল ১১ টা থেকে দুপুর ১২:৪০ মিনিট)।

 

বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানাে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।

 

 

 

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

মার্কসিট সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম – সঠিক ওয়েবসাইট

পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন মার্কসিট সহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *