শিক্ষক বদলি ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, www.dpe.gov.bd, সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২২ প্রেরণ ও অবহিতকরণ।

IMG-20220915-WA0000

 

সূত্র:
(১) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখের 38.008.022.০০.০০.০০২.২০১১-২৪৮ সংখ্যক স্মারক।
(২) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখের 38.008.022.00.00.002.2011-২৪৯ সংখ্যক স্মারক।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২২’ জারি করা হয়েছে।
বিস্তারিত: https://campustimesbd.com/archives/3739

উক্ত নির্দেশিকার অনুচ্ছেদ ‘ক’ (সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক বদলি) অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ নির্দেশিকার শর্তসমূহ প্রতিপালনপূর্বক অনলাইনে বদলি হতে পারবেন। একই নির্দেশিকার ‘খ’ অনুচ্ছেদ (প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মচারী বদলি) অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের কর্মচারীগণ নির্দেশিকার শর্তসমূহ প্রতিপালনপূর্বক অনলাইনে বদলি হতে পারবেন।

২। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ কার্যক্রম চলমান থাকায় বর্তমানে কর্মরত শিক্ষকদের সুবিধার্থে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ হতে সারা দেশে একই উপজেলা/থানার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও
প্রধান শিক্ষকগণের অনলাইনে বদলির কার্যক্রম শুরু হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ ওয়েব সাইটে প্রদত্ত সফটওয়্যারের লিংকের মাধ্যমে আবেদন করবেন। সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২২ এর সফটওয়্যার যথাসময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রকাশ করা হবে।

 

৩। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের কর্মচারীগণের মধ্যে ক) একই কর্মস্থলে যাদের চাকুরিকাল ০৩ (তিন) বছর বা তদুর্ধ্ব; খ) যারা নিজ জেলায় কর্মরত, তাঁরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখের স্মারকে বর্ণিত সমন্বিত বর্ণিত সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2022 ২০২২ অনুযায়ী www.dpe.gov.bd এ আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ হতে তাঁদের পছন্দ উল্লেখপূর্বক বদলির আবেদন করবেন। বর্ণিত শর্তাধীন কর্মচারীগণ আবেদন না করলেও কর্তৃপক্ষ স্বীয় বিবেচনায় তাঁদের বদলি কার্যক্রম সম্পন্ন করবেন।

সংযুক্তি:
১। সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২২।
২। প্রাগম এর ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখের ২৪৯নং স্মারক।

বিতরণ:
১। বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা (সকল) বিভাগ।
২। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সকল)/ সুপারিনটেনডেন্ট, পিটিআই (সকল)।
৩। উপজেলা/ থানা শিক্ষা অফিসার (সকল)/ ইন্সট্রাক্ট,উপজেলা/থানা রিসোর্স সেন্টার (সকল)।

অনুলিপি :
১। মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী (মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২। অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী (অতি: মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
৩। অফিস কপি।

About Ruma Khatun

আমি একজন সরকারি চাকরিজীবী। আমি শিক্ষার্থীদের জন্য অবসর সময়ে লেখা-লেখি করি। আমি সরকারি বি এল কলেজের সাবেক শিক্ষার্থী।

Check Also

দেশের মানুষ খুশি না হওয়ায় ‘ক্ষুব্ধ’ জায়েদ

দেশের মানুষ খুশি না হওয়ায় ‘ক্ষুব্ধ’ জায়েদ   Apply Online Here   যুক্তরাষ্ট্রে ‘ইনস্টিটিউট অব …

Leave a Reply

Apply Online Here